এম আবু হেনা সাগর, ঈদগাঁও:
কক্সবাজারের নবগঠিত ঈদগাঁও উপজেলা পরিষদের প্রথম মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু তালেবের সভাপতিত্বে ২৬ জুন সকাল সাড়ে নয়টায় ঈদগাহ জাহানারা ইসলাম উচ্চ বিদ্যালয়স্থ উপজেলা নির্বাহী অফিসারের (অস্থায়ী) সম্মেলন কক্ষে এ সমন্বয় সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবল চাকমা, ভাইস চেয়ারম্যান আহমদ করিম সিকদার, মহিলা ভাইস চেয়ারম্যান কাউছার জাহান জেসমিন, ইসলামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাওলানা দেলোয়ার হোছাইন, ইসলামাবাদ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবদুর রাজ্জাক, ঈদগাঁও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সোহেল জাহান চৌধুরী, জালালাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর তাজ জনি, পোকখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিক আহমদসহ উপজেলার আওতাধীন বিভিন্ন দপ্তরের সরকারী কর্মকর্তারা।
পরে উপজেলা পরিষদের নির্বাচিত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের বরণ করে নেওয়া হয়।
সমন্বয় সভা শেষে প্রথম দিনই অফিস করলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু তালেব ও মহিলা ভাইস চেয়ারম্যান কাউছার জাহান জেসমিন। তাদেরকে অফিসে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।