দেলওয়ার হোসাইন, পেকুয়া:
পেকুয়া শহীদ জিয়াউর রহমান উপকূলীয় কলেজের নবীন বরণ ও এইচ এস সি পরিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে কলেজ মাঠে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন পেকুয়া উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান শাফায়েত আজিজ রাজু।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলামের সভাপতিত্বে নবীন বরণ ও বিদায় সংবর্ধনার উদ্বোধক ছিলেন শহীদ জিয়াউর রহমান উপকূলীয় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ আলী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, শহীদ জিয়া বিএম আই ইনস্টিটিউটের অধ্যক্ষ এ এম ফরিদুল আলম চৌধুরী, সংবর্ধনা কমিটির আহবায়ক ড. জাকির হোসেন হাওলাদার, সদস্য সচিব মোহাম্মদ আলম, কলেজের সহকারী অধ্যাপক মনখেইরী রাখাইন, বাংলা প্রভাষক মোস্তফা জামান খারেজ, আবুল হাসেম, জসিম উদ্দিন, পেকুয়া উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম দিদারুল করিম, গণমাধ্যম কর্মী এফ এম সুমন প্রমূখ।
এদিকে আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের উত্তরোত্তর সাফল্য কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ আলী।
উল্লেখ্য, এবার এইচ এস সি পরীক্ষার্থী ৫৮৫জন।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।