নুরুল করিম, মহেশখালী:
মহেশখালী উপজেলায় এইচএসসি ও সমমানের পরীক্ষায় আজ প্রথম দিনে ২৩ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।

উপজেলা শিক্ষা অফিসা সূত্রে জানা গেছে, অনুপস্থিতির মধ্যে রয়েছে.. মহেশখালী কলেজ কেন্দ্রে ৫ জন, বঙ্গবন্ধু সরকারি মহিলা কলেজ কেন্দ্রেে ১৩ জন এবং পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসা কেন্দ্রেে ৫ জন।

রোববার (৩০ জুন) ১,৪৬২ জন পরীক্ষার্থীর মধ্যে ১ হাজার ৪৩৯ জন পরীক্ষার্থী অংশ নেয়। সুষ্ঠু-সুন্দর পরিবেশে কেন্দ্রে সকাল ১০টায় পরীক্ষা শুরু হয়।

পরীক্ষা শুরুর পরিবেশ দেখতে উপজেলা নির্বাহী অফিসার মীকি মারমা কেন্দ্র পরিদর্শনে এসে বলেন, ঝড় বৃষ্টির কারণে কোথায়ও কোনো অসুবিধা হচ্ছে কি-না কতৃপক্ষের মাধ্যমে খোঁজ নিয়েছি। সব মিলিয়ে পরীক্ষার শুরুটা ভালোই হয়েছে।

এছাড়া উপজেলা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ফজলুল করিম জানান, সুষ্ঠু-সুন্দর পরিবেশে পরীক্ষা গ্রহণের যাবতীয় প্রস্তুতি আগে থেকেই সম্পন্ন করা হয়।
এবার স্পেশাল টিম পরীক্ষা কেন্দ্র তদারকি করছে। এছাড়া প্রতি কেন্দ্রে পুলিশ টিম পরীক্ষা কেন্দ্রে দায়িত্ব পালন করছে।