প্রেস বিজ্ঞপ্তি:
বাংলাদেশ আইনজীবী সহকারী সমিতি চট্টগ্রাম বিভাগীয় পরিষদ সভা অনুষ্ঠিত হয়েছে।

৬ জুলাই সকাল ১০টায় বিভাগীয় আহবায়ক আবু বকর ছিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ নুর মিয়া।

চট্টগ্রাম এডভোকেটস ক্লার্ক এসোসিয়েশন মিলনায়তনে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাধারণ সম্পাদক মোঃ খোরশেদ আলম।

সমিতির কেন্দ্রীয় সিনিয়র সহ সভাপতি, বিভাগীয় সচিব মোঃ জাহাঙ্গীর আলম ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শেখ ফরিদের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় পার্শ্ববর্তী দেশ ভারত ল-ক্লার্কদের জন্য যেভাবে ‘স-ক্লার্ক আইন’ পাশ করেছে অনুরূপ ভাবে বাংলাদেশে কর্মরত ল-ক্লার্কদের জন্য ও ল-ক্লার্ক আইন পাশের দীর্ঘদিনের দাবী, “সমিতির জন্য নিজস্ব ভবন নির্মাণ বা ফ্ল্যাট খরিদ, বিভাগীয় তহবিল গঠন, সমিতির বর্তমান গঠনতন্ত্র সংশোধন, কর্মরত সবল ক্লার্কদের কেন্দ্রীয় কল্যান তহবিলে সদস্যভূক্তি ও সংগঠনকে গতিশীল করার জন্য গঠনতন্ত্র মতে সকল সভা, সমাবেশ ও কার্যক্রম পরিচালনা ইত্যাদি সংক্রান্তে আলোচনায় অংশগ্রহন অতিথিবৃন্দ।

বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ সভাপতি মোঃ শামসুল আলম, মোঃ মিজানুর রহমান মৃধা, মোঃ এমদাদ হোসেন, সহ সভাপতি রণধীর দাশ, বিমল চন্দ্র নাথ, মোঃ ফোরকান আহমেদ খোকন, মাখন চন্দ্র ঘোষ, আবুল খায়ের খোকন, মোঃ আবুল কাশেম, মোঃ জাফর আহমদ, মোঃ নোয়াব মিয়া, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন কবির তালুকদার, মোঃ আব্দুল হালিম রিপন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আবু কালাম চৌধুরী, আবু তাহের কালন, বি-বাড়ীয়া জেলার সভাপতি জাহাঙ্গীর আলম নয়ন, বারন্দরবান জেলার সাধারণ সম্পাদক মোঃ নিজাম উদ্দিন, বিশিষ্ট মুক্তিযোদ্ধা ও রাঙ্গামাটি জেলার প্রাক্তন সাধারণ সম্পাদক সুধীর কান্তি মজুমদার, কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক মোঃ আফছার উদ্দিন, সাতকানিয়া চৌকি আদালতের সভাপতি ফরিদ উদ্দিন প্রমুখ।

সভায় চট্টগ্রাম, নোয়াখালী, কুমিল্লা, বি-বাড়ীয়া, লক্ষীপুর, চাঁদপুর, ফেনী, কক্সবাজার, রাঙ্গামাটি ও বান্দরবান জেলাসহ পটিয়া, সাতকানিয়া, বাঁশখালী ও মহেশখালী চৌকি আদালত সহ বাংলাদেশ আইনজীবী সহকারী সমিতি কেন্দ্রীয় কমিটি ও বিভাগীয় কমিটির কর্মকর্তা ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় বাংলাদেশ সরকারের’ল-কমিশন’কর্তৃক প্রস্তুতকৃত ‘স-ব্লার্ক কাউন্সিল আইন দ্রুত পাশের, সংগঠনের জন্য নিজস্ব অফিস ও মিলনায়তনের জায়গা খরিদ করে ভবন নির্মান কিংবা ২৫০০ থেকে ৩০০০ বর্গফুট আয়তনের ফ্ল্যাট খরিদ, সমিতির বর্তমান গঠনতন্ত্র সংশোধন করে সংগঠনকে আরো মজবুত ও শক্তিশালী করার, সমিতির দৈনন্দিন সাংগঠনিক কার্যক্রমকে আরো গতিশীল করার এবং সমিতির সদস্যদের নাম ঠিকানা ও ফোন নম্বরসহ ডায়রেকটরী প্রস্তুত করার সিদ্ধান্ত গৃহীত হয়।