আনোয়ার হোছাইন, ঈদগাঁও:
কক্সবাজারের ঈদগাঁও-ঈদগড় সড়কে ডাকাতি ও অপহরণ চেষ্টার সংবাদ পাওয়া গেছে। ঘটনা পরবর্তী আইনশৃংখলা বাহিনী ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
৯ জুলাই (মঙ্গলবার) রাত ৯টার দিকে ঈদগাঁও উপজেলা ও রামু উপজেলার পাহাড়ি জনপদ ঈদগাঁও- ঈদগড় সড়কের সাততাঁরা ঘোনা নামক এলাকার পশ্চিম পাশে এ ঘটনা ঘটে।
ডাকাতির শিকার ঈদগড় বাজার এলাকার বাসিন্দা সাইফুল ইসলাম জানান, তিনিসহ আরো কয়েকজন সিএনজি যোগে ঈদগড় থেকে ঈদগাঁও যাচ্ছিলেন। পথিমধ্যে উক্তস্থানে পৌঁছামাত্রই ৭/৮ জনের সশস্ত্র মুখোশধারী ডাকাত দল সড়কে ব্যারিকেড দিয়ে বাঁধা তৈরি করে যাত্রীদের কাছ থেকে নগদ টাকা, মোবাইলসহ প্রায় ৫০ হাজার টাকার মালামাল লুট করে। একই ভাবে পরপর অটোরিকশা, সিএনজিসহ আরো ৪টি যানবাহনের যাত্রীদের কাছ থেকে নগদ টাকা, মোবাইল সেটসহ গুরুত্বপূর্ণ জিনিসপত্র লুট করে পাহাড়ের দিকে চলে যায় ডাকাতরা।
নাম প্রকাশে অনিচ্ছুক এক অটোরিকশা চালক জানায়, ডাকাতরা এক যাত্রীকে জোরপূর্বক টানাহেঁচড়া করে পাহাড়ের দিকে নিয়ে গেছে। পরে তাকে মারধর করে পরে ছেড়ে দিয়েছে ডাকাত দল।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।