সংবাদ বিজ্ঞপ্তি
এসএসসি-৭১ ব্যাচের মিলনমেলা শনিবার (২৫ ডিসেম্বর) কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্র মিলনায়তনে অনুষ্ঠিত হবে। এ উপলক্ষ্যে দিনব্যাপী কর্মসূচী হাতে নেওয়া হয়েছে।
কর্মসূচীর মধ্যে রয়েছে- সকাল ৯ টায় রেজিষ্ট্রেশন, অভ্যর্থনা, উপহার সামগ্রী ও সকালের নাস্তা গ্রহণ। সাড়ে ৯টায় জাতীয় ও সতীর্থ’৭১ এর পতাকা উত্তোলন, ১০ টায় র‌্যালী, ১১ টায় অতিথিদের আসন গ্রহণ। তারপর ৭১ এর মুক্তিযুদ্ধের শহীদ এবং প্রয়াত সতীর্থ’৭১ এর সারথীদের স্মরণে দোয়া ও মোনাজাত। দুপুর ১২ টায় সতীর্থদের উন্মুক্ত আলোচনা ও মতবিনিময়। মধ্যাহ্নভোজ বেলা ২টায়। বিকাল ৩টায় কবিতা পাঠের আসর, গান ও আড্ডা। বৈকালিক চা বিরতির মাধ্যমে মিলনমেলার সমাপ্তি ঘটবে।
সতীর্থ’৭১ এর সারথীদের যথা সময়ে উপস্থিত থাকতে অনুরোধ করেছেন সভাপতি মুহম্মদ নুরুল ইসলাম।