মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোছাম্মৎ হামিদা বেগম ২ দিনের সফরে সোমবার ২৭ ডিসেম্বর কক্সবাজার আসছেন।
সবিব মোছাম্মৎ হামিদা বেগম সোমবার বেলা ২ টায় বিমানযোগে কক্সবাজার পৌঁছাবেন। একইদিন সন্ধ্যা ৬ টায় UNDP এর AWP এর ওয়ার্কশপ উদ্বোধন করবেন। পরদিন মঙ্গলবার ২৮ ডিসেম্বর সকাল ৮ টা ৩৫ মিনিটে সচিব মোসম্মৎ হামিদা বেগম বিমানযোগে কক্সবাজার ত্যাগ করবেন বলে সচিবের একান্ত সচিব নুসরাত জাহান প্রেরিত এক সফরসূচিতে জানা গেছে।