মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
কক্সবাজারের কন্যা, বাংলাদেশ সুপ্রীম কোর্টের সহকারী এটর্নি জেনারেল (এএজি) এডভোকেট আনিস উল মাওয়া আরজু ঢাকাস্থ চট্টগ্রাম সমিতির সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন। শুক্রবার ২৪ ডিসেম্বর ঢাকায় বসবাসকারী বৃহত্তর চট্টগ্রামবাসীদের ঐতিহ্যবাহী সংগঠন ঢাকাস্থ ‘চট্টগ্রাম সমিতি’ এর কার্যনির্বাহী কমিটির তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে এডভোকেট আনিস উল মাওয়া আরজু দ্বিতীয়বারের মতো ২০২২-২০২৩ সালের জন্য সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন।
এডভোকেট আনিস উল মাওয়া আরজু কক্সবাজার শহরের কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের পূর্ব পার্শ্বে জেলা শিক্ষা অফিস (ডিইও) সংলগ্ন রোডের বাসিন্দা। কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি, একসময়ের বরণ্য আইনজীবী মরহুম এডভোকেট আলহাজ্ব মো: আবুল বশর’র কন্যা। তিনি বর্তমানে ঢাকা শহরের তোপখানা রোডে স্থায়ীভাবে স্বপরিবারে বসবাস করেন।
স্বপ্নবাজ, অদম্য মনোবল সম্পন্ন এডভোকেট আনিস উল মাওয়া আরজু কক্সবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় হতে এসএসসি, কক্সবাজার সরকারি মহিলা কলেজ হতে এইসএসসি এবং ঢাকার ইডেন মহিলা বিশ্ববিদ্যালয় হতে কৃতিত্বের সাথে স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করেন। দৃঢ আত্মবিশ্বাসী, হার নামানা এডভোকেট আনিস উল মাওয়া আরজু বাংলাদেশ বার কাউন্সিল হতে ২০০৪ সালের ৩০ জুন এডভোকেটশীপ সনদ অর্জন করে একজন নবীন আইনজীবী হিসাবে কক্সবাজার জেলা আইনজীবী সমিতিতে যোগ দেন। আইন পেশায় যোগদিয়ে তখন থেকে তিনি আর পেছনে থাকাননি। শুধুই অপ্রতিরোধ্য গতিতে সামনের দিকে এগিয়ে চলা। এরপর বাংলাদেশ সুপ্রীম কোর্টের একজন আইনজীবী হিসাবে এনরোলমেন্ট হয়ে দীর্ঘ ৬ বছর ধরে দেশের সহকারী এটর্নি জেনারেল হিসাবে সফলতার সাথে দায়িত্ব পালন করছেন।
নারী সাফল্যের প্রতীক, কর্মপাগল এডভোকেট আনিস উল মাওয়া আরজু ঢাকাস্থ কক্সবাজার সমিতি, বৃহত্তর চট্টগ্রাম ল’ইয়ার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করছেন। তিনি সুপ্রীম কোর্ট লিগ্যাল এইড কমিটি ও কেন্দ্রীয় আওয়ামী লীগের আইন বিষয়ক উপ কমিটির একজন প্রভাবশালী সদস্য। এছাড়া, এডভোকেট আনিস উল মাওয়া আরজু শিক্ষা, সামাজিক, আইন বিষয়ক, মানবাধিকার বিষয়ক সহ বিভিন্ন কল্যাণকর প্রতিষ্ঠানের সাথে সক্রিয়ভাবে জড়িত।
কক্সবাজারবাসীর গর্বের ধন, বিস্ময়কর প্রতিভাসম্পন্ন এডভোকেট আনিস উল মাওয়া আরজু ২০০০ সালের ৮ সেপ্টেম্বর সুপ্রীম কোর্টের সুপ্রতিষ্ঠিত আইনজীবী, কক্সবাজার সদর উপজেলার চৌফলদন্ডীর ঐতিহ্যবাহী বুনিয়াদি পরিবারের কৃতি সন্তান এডভোকেট মোহাম্মদ মোস্তাকিম’কে জীবনসঙ্গী হিসেবে বেঁচে নেন। জীবনযুদ্ধে অপরাজিতা এএজি এডভোকেট আনিস উল মাওয়া আরজু ও মোহাম্মদ মোস্তাকিম দম্পতি মোস্তাইনুল মাওয়া নানজিবা, মোস্তানিরুল মাওয়া এবং মোহাম্মদ মোস্তাহিদ নামক সন্তানদের গর্বিত জনক ও জননী।
এদিকে, এডভোকেট আনিস উল মাওয়া আরজু দ্বিতীয় বারের মতো ঢাকাস্থ চট্টগ্রাম সমিতির সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হওয়ায় মহান আল্লাহর কাছে শোকরিয়া জ্ঞাপন করে সমিতির সকল সদস্যদের প্রতি তিনি আন্তরিক কৃতজ্ঞতা জানান। তিনি তাঁর দায়িত্ব পালনে সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেছেন।
অভিনন্দন :
ঢাকাস্থ কক্সবাজার সমিতির যুগ্ম-সাধারণ সম্পাদক এডভোকেট আনিস উল মাওয়া আরজু ঢাকাস্থ বৃহত্তম চট্টগ্রামের অধিবাসীদের শতবর্ষী সংগঠন
চট্টগ্রাম সমিতিতে দ্বিতীয় বারের মতো সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হওয়ায় ঢাকাস্থ কক্সবাজার সমিতির সভাপতি, সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ এবং সাধারণ সম্পাদক খোরশেদ আলম তাঁকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন। এক অভিনন্দন বার্তায় তাঁরা এডভোকেট আনিস উল মাওয়া আরজু’র উত্তরোত্তর আরো উন্নতি ও সফলতা কামনা করেছেন।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।