নিজস্ব প্রতিবেদক
স্বর্ণ-রৌপ্য ও ব্রোঞ্জ মেডেল জিতে নিল কক্সবাজার পালস্-বানি একাডেমী নিবাসী সুবিধা বঞ্চিত শিশুর দল।
ঢাকায় অনুষ্ঠিত জাতীয় টায়কোয়ানদো প্রতিযোগিতায় দুইটি স্বর্ণ, চারটি রুপো সাতটি ব্রোঞ্জ মেডেল জিতে নিলো বেসরকারী স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান পালস্ এর শিশু দল।
বিগত ২৮ ডিসেম্বর ঢাকা অনুষ্ঠিত মুজিব বর্ষ ট্রাস্ট ব্যাংক ১৯তম সিনিয়র/জুনিয়র জাতীয় “টায়কোয়ানদো” প্রতিযোগিতায় অংশগ্রহণকারী পালস্-বানি অ্যাকাডেমিতে অধ্যায়নরত সুবিধা বঞ্চিত নিবাসী ছাত্র-ছাত্রীদের মধ্যে সুমাইয়া, তানিয়া দুটি স্বর্ণ, নুরিজা, তানিয়া, রেখা, জোছনা চারটি রৌপ্য, শুক্কুর, রাসেল, সাদিয়া, শাহিনা, জোছনা, রিয়ামনি, রুমা সাতটি ব্রোঞ্জ মেডেল অর্জন করে।
তারা আগামী কাল সকালে কক্সবাজার ফিরবে বলে নিশ্চিত করেছে টিম ম্যানেজার সোহেল।
উল্লেখ্য, সারাদেশ থেকে প্রায় পাঁচশ প্রতিযোগীর অংশগ্রহণে জাতীয় ক্রীড়া কমপ্লেক্সে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।