সিবিএন:
কক্সবাজার সদরের খুরুশকুল ও পেকুয়ার বিজয়ী ছয় চেয়ারম্যান শপথ গ্রহণ করেছেন। বুধবার বিকেলে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে তাদের শপথ পাঠ করান জেলা প্রশাসক মো. মামুনুর রশিদ।
খুরুশকুল ইউনিয়নের চেয়ারম্যান শাহজাহান ছিদ্দিকী, পেকুয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাহাদুর শাহ, মগনামা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউনুস চৌধুরী, উজানটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফাজ্জল করিম, রাজাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম ও শিলখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল হোসেন।
এসময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক শ্রাবস্তী রায়, কক্সবাজার সদর উপজেলা নির্বাহী অফিসার মিল্টন রায়, সদর উপজেলা চেয়ারম্যান কায়সারুল হক জুয়েল, কক্সবাজার জেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. রেজাউল করিম ও কক্সবাজার প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মুজিবুল ইসলাম প্রমুখ।
উল্লেখ্য, চলতি বছরের ১১ নভেম্বর কক্সবাজার সদরের খুরুশকুল এবং ২৮ নভেম্বর পেকুয়ায় ছয়টি ইউনিয়নে নির্বাচন অনুষ্টিত হয়। এতে আওয়ামীলীগের ২ জন, আওয়ামী লীগের বিদ্রোহী ১ জন ও ৩ জন স্বতন্ত্র প্রার্থী নির্বাচিত হন।