শাহেদুল ইসলাম মনির, কুতুবদিয়া প্রতিনিধি:

কুতুবদিয়া আর্দশ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি তসলিমা চৌধুরীর উদ্যোগে শীতার্ত ছিন্নমূল, অসহায়, হতদরিদ্র, বয়স্ক, বিধবা নারী পুরুষদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (৪ জানুয়ারি) দিনব্যাপী উপজেলার বড়ঘোপ ইউনিয়নের মাতবার পাড়া, আলী আকবর ডেইল ইউনিয়নের খুদিয়ার টেক এলাকায় শীতার্তদের মাঝে এ কম্বল বিতরণ করা হয়। তার মানবিকতার এমন উপহার পেয়ে শীতার্তরা বেজায় খুশি।