বিশেষ প্রতিনিধি:
রামুর চাকমারকুলে দরিদ্রদের মাঝে চাল বিতরণ নিয়ে জনপ্রতি ২০ টাকা করে আদায় করার অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনা নিয়ে চাকমারকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম সিকদার দুই চৌকিদারকে মারধরও করেছে।
ঘটনাটি এখন সব মহলে জানাজানি হয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে।
এই বিষয়ে জানতে চাইলে চাকমারকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম সিকদার বলেছেন, চাল বিতরণে টাকা আদায়ের কোনো ঘটনা ঘটেনি। তবে দায়িত্বে অনুপস্থিত থাকায় চৌকিদারদের শাসানো হয়েছে।
চাকমারকুল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নাসির উদ্দীন জানিয়েছেন, দরিদ্রদের মাঝে চাল বিতরণের বিনিময়ে জনপ্রতি ২০ টাকা করে নেয়া হয়। এই অনিয়ম হাতনাতে ধরে একটি সরকারি সংস্থা। তখন পরিষদে ছিলেন না চেয়ারম্যান। খবর পেয়ে দ্রুত তিনি পরিষদে এসে দুই চৌকিদারকে মারধর করেন।
নাসির উদ্দীন বলেন, চেয়ারম্যানের কথা ছাড়া টাকা তোলা চৌকিদারের পক্ষে অসম্ভব। কিন্তু তিনি যে দাবি করেছেন বিষয়টি তিনি জানেন না ; এটি আইওয়াশ মাত্র।
নাসির উদ্দীন অভিযোগ করে বলেন, ঘটনাটি এলাকায় জানাজানি হয়ে গেছে। সরকারি দলের চেয়ারম্যান হিসেবে ঘটনাটি আমাদের জন্য লজ্জ্বাজনক।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।