এইচ এম রুহুল কাদের, চকরিয়া :
চকরিয়ার বিশিষ্ট ব্যবসায়ী লতিফ উল্লাহকে নৃশংসভাবে কুপিয়ে হত্যার প্রতিবাদে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বিশাল মানববন্ধন করেছে ব্যবসায়ীরা, ৫ই জানুয়ারি সকাল ১০টায় মানববন্ধন কর্মসূচি শেষে বিশাল মিছিল নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলিপি প্রদান করেন ।
উল্লেখ, ব্যবসায়ী লতিফ উল্লাহকে ৩ই জানুয়ারী রাত সাড়ে ১০টার দিকে তার ব্যবসায়ী প্রতিষ্ঠানে কুপিয়ে হত্যা করে দুর্বৃক্তরা।
মানববন্ধনে, চকরিয়া শপিং, আর রহমত মার্কেট,আনোয়ার শপিং, মোবাইল ব্যবসায়ী সীমিত ,ফুল ও ভিডিও ব্যবসায়ী সমিতি, হক সুপার মার্কেট ব্যবসায়ী সমিতি, নিউ সুপার মার্কেট ব্যবসায়ী সমিতি, ওসান সিটি মার্কেট ব্যবসায়ী সমিতি, কক্সবাজার দোকান মালিক সমিতি ফেডারেশন, রৌশন মার্কেট ব্যবসায়ী সমিতি, মানব কল্যাণ ফাউন্ডেশন, পীস ফাইন্ডার সহ বিভিন্ন সংগঠন ও জনসাধারণ অংশগ্রহণ করছেন ।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।