জাহেদ হাসান:
চকরিয়ায় দোকানদারকে কুপিয়ে হত্যার রেশ কাটতে না কাটতে কক্সবাজার সদরের ঝিলংজার খরুলিয়ায় চাঁদাবাজ চক্রকে দাবিকৃত চাঁদা না দেওয়ায় দোকানদার জিয়াবুল এর উপর ধারালো অস্ত্র দিয়ে হামলা এবং দিনদুপুরে দোকানের মালামালে এলোপাথাড়ি কোপ দিয়ে কেটে ফেলতে থাকে।

মঙ্গলবার (৪জানুয়ারী) বিকেল ৪টায় ঝিলংজার খরুলিয়া বাজারে এঘটনা ঘটে। এসময় চাঁদাবাজ চক্রের দাঁয়ের কোপের আঘাতে দোকানদার জিয়াবুল গুরুতর আহত হয়।

আহত জিয়াবুলের ভাই ওবাইদুল জানান- মাস্টারপাড়ার আবু বক্বর ছিদ্দিকের ছেলে আসহাব উদ্দিন এর আগেও একাধিকবার চাঁদা দাবি করে আসছিল কিন্তু চাঁদা দিতে অস্বীকৃত জানান দোকানদার জিয়াবুল।এরপরেও গতকাল (মঙ্গলবার) ১০ হাজার টাকা চাঁদা চেয়ে বসে। কাঙ্খিত ওই চাঁদা না দেওয়ায় আসহাব উদ্দিন দাঁ দিয়ে প্রথমে দোকানে কোপাতে থাকে। পরে বাধা দিতে গেলে তার ভাই জিয়াবুলকেও কুপিয়ে আহত করে।এবং আর্থিক ক্ষয়ক্ষতিও জিয়াবুলের।

তিনি আরও বলেন,এবিষয়ে কক্সবাজার সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।