নিজস্ব প্রতিবেদক :
চকরিয়ার ব্যবসায়ী লতিফ উল্লাহর হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ ও পুলিশ সুপার মো. হাসানুজ্জামানকে স্মারকলিপি প্রদান করেছে কক্সবাজার দোকান মালিক সমিতি ফেডারেশন। বৃহস্পতিবার (০৬ জানুয়ারি) সকালে কক্সবাজার দোকান মালিক সমিতি ফেডারেশনের সভাপতি প্যানেল মেয়র মাহবুবুর রহমান চৌধুরীর নেতৃত্বে এই স্মারকলিপি প্রদান করা হয়। পুলিশ সুপারের পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন অতিরিক্ত পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম।
স্মারকলিপি গ্রহণকালে জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ ও অতিরিক্ত পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম বলেন, আমরা খোঁজ নিয়ে দেখেছি লতিফ উল্লাহ একজন সৎ ও নিষ্ঠাবান ব্যবসায়ী ছিলেন। তাঁর হত্যাকারীদের অচিরেই আইনের আওতায় আনা হবে। প্রশাসন ব্যবসায়ীসহ সকলের জীবনমানের নিরাপত্তায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। যতো বড়ই অপরাধী হোক অপরাধ করে কেউ ছাড় পাবে না।
এসময় উপস্থিত ছিলেন কক্সবাজার দোকান মালিক সমিতি ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি আমিনুল ইসলাম, সহ-সভাপতি নুর কবির চৌধুরী, উপদেষ্টা ফিরোজ আহমদ ওসমানী, সাতকানিয়া-লোহাগাড়া সমিতির সাধারণ সম্পাদক জেবর মুল্লুক, ফেডারেশনের সহ-সাধারণ সম্পাদক খালেদ উমর রানা, সাবেক প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক জসিম উদ্দিন চৌধুরী, ব্যবসায়ী মোহাম্মদ লোকমান, সিরাজুল ইসলাম, সোহেল মুহাম্মদ মহসিন, বৃহত্তর বার্মিজ মার্কেট ব্যবসায়ী কল্যাণ সমবায় সমিতির সাংগঠনিক সম্পাদক শাহ আলম প্রমূখ।
ব্যবসায়ী নেতৃবৃন্দ জানান, চকরিয়া জেলার ব্যবসায়ীক ট্রানজিট। কিন্তু লতিফ উল্লাহ হত্যার ৩দিন অতিবাহিত হলেও চকরিয়ার প্রশাসন এখনো হত্যাকান্ডের ক্লু উদ্ধার করতে পারেনি। এতে আতঙ্কে রয়েছে চকরিয়ার সাধারণ ব্যবসায়ীরা। তাই হত্যাকারীদের আইনের আওতায় এনে দ্রুত বিচারের ব্যবস্থা করতে হবে। পাশাপাশি পরিবেশ তৈরি করতে হবে নিরাপদে ব্যবসা করার।
উল্লেখ্য, গত সোমবার রাত সাড়ে দশটার দিকে পৌরশহরের ২নং ওয়ার্ডের হাইস্কুল সড়ক এলাকায় ধারাল অস্ত্র দিয়ে ব্যবসায়ী ও বিকাশের এজেন্ট মোহাম্মদ লতিফ উল্লাহকে কুপিয়ে হত্যা করা হয়। এ সময় তার ব্যবসা প্রতিষ্ঠানের টাকাও লুট করে দুর্বৃত্তের দল।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।