নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজারের অন্যতম নিয়মিত দৈনিক সাগর দেশ পত্রিকার চীফ রিপোর্টার হিসেবে যোগদান করছেন সাংবাদিক ও পরিবেশকর্মী ইসলাম মাহমুদ। তিনি ইতোপূর্বে দৈনিক হিমছড়ির স্টাফ রিপোর্টার হিসেবে দায়িত্ব পালন করেছেন।
দৈনিক সাগর দেশ সম্পাদক মোস্তফা সরওয়ার তাকে আনুষ্ঠানিক ভাবে বরণ করে নেন।
ইসলাম মাহমুদ শুক্রবার (৭ জানুয়ারী) আনুষ্ঠানিকভাবে এই পদে যোগদান করেন।
তিনি বর্তমানে জাতীয় দৈনিক সময়ের কাগজ’র স্টাফ রিপোর্টার হিসেবে দায়িত্ব পালন করছেন।
তিনি সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার এর সদস্য, বাংলাদেশ নদী পরিব্রাজক দলের কেন্দ্রীয় কমিটির নির্বাহী সেক্রেটারী ও কক্সবাজারের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান এ জে মডেল স্কুলের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।