হ্যাপী করিম, মহেশখালী :
ভালোবাসায় সিক্ত ছোট মহেশখালী ইউনিয়নের নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মাস্টার এনামুল করিম। মহেশখালী উপজেলার ৯ নম্বর ছোট মহেশখালী ইউনিয়নের সর্বস্থরের মানুষের ভালোবাসায় সিক্ত আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনের নৌকা প্রতীকের মনোনীত চেয়ারম্যান প্রার্থী মাস্টার এনামুল করিম। সোমবার বিকাল এ গনসংবর্ধনা প্রদান করা হয়।

গত শুক্রবার রাতে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির গঠিত মনোনয়ন বোর্ডের সভায় ৭ম ধাপে ইউপি নির্বাচনে নৌকা প্রতীকের মনোনয়ন চূড়ান্ত করা হয়। এরপর ঢাকা থেকে নির্বাচনী এলাকায় আগমনে মহেশখালীর প্রবেশমুখ গোরাকঘাটা জেটি ঘাটে পৌঁছালে তাকে ফুলের মালা দিয়ে বরণ করে রাজনৈতিক, সামাজিক ও সাধারণ মানুষের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

এসময় ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের শত শত নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। পরে একটি বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা ইউনিয়নের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করেন এবং সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় করেন। শেষে ছোট মহেশখালী ইউনিয়ন পরিষদ চত্বরে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সভায় স্থানীয় প্রবীণ মুরব্বি মীর কাশেমের সভাপতিত্বে নৌকা প্রতীকের প্রার্থী মাস্টার এনামুল করিমের উপস্থিত সমাবেশে বক্তব্য রাখেন…উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক বাবু ব্রজ গোপাল ঘোষ, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মাষ্টার মাহবুব আলম, ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আব্দুল গফুর, ১ নং ওয়ার্ডের সভাপতি জসিম উদ্দীন চৌধূরী, ৮ নং ওয়ার্ডের সেক্রেটারি নুরুল আলম মেম্বার, শ্রমিকলীগের সভাপতি একরামুল হক, সহ সভাপতি আশরাফুজজামাল, যুগ্ম সম্পাদক জামাল উদ্দীন সুমন, ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি ইমরান উল্লাহ, নৌকার মাঝি এনামুল করিমের পিতা সাবেক মেম্বার জাফর আহমদ’সহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।

পথসভায় সংক্ষিপ্ত বক্তব্যে নৌকার প্রার্থী মাস্টার এনামুল করিম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমার উপর আস্থা রেখেছেন। ইনশাআল্লাহ, নিজের সর্বোচ্চ চেষ্টা দিয়ে এর প্রতিদান দিব। তবে এখানে সকল নেতাকর্মীকে এগিয়ে আসতে হবে। দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা নিজ নিজ এলাকায় গিয়ে নৌকার প্রচারণায় কাজ শুরু করুন। মাননীয় প্রধানমন্ত্রী গণতন্ত্রের মানষকন্যা জননেত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করার জন্য উদাত্ত আহবান জানিয়ে নৌকার মাঝি আরো বলেন কক্সবাজার-২ আসনের আলহাজ্ব আশেক উল্লাহ রফিক এমপি’র হাত ধরে আগামীতে নৌকার বিজয়ের পর ছোট মহেশখালী ইউনিয়নের উন্নয়নের ধারাবাহিকতায় এগিয়ে যাবে।

উল্লেখ্য, আগামী ৭ ই ফেরুয়ারী ছোট মহেশখালী ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট অনুষ্ঠিত হবে। ছোট মহেশখালী ইউনিয়নে নারী-পুরুষ মিলে প্রায় ১৭হাজার ৫ শত ৫৩ ভোট রয়েছে।