শাহেদুল ইসলাম মনির ,কুতুবদিয়া প্রতিনিধি:

কক্সবাজারের কুতুবদিয়ায় যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে সোমবার (১০ জানুয়ারি) সকালে কুতুবদিয়া উপজেলা আওয়ামী ও সহযোগী সংগঠনের উদ্যোগে দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

পরে বিকালে দিবসটি উপলক্ষে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আওরঙ্গেজব মাতবর এর সভাপতিত্বে জাতীয় শ্রমিক লীগের সদস্য সচিব ছৈয়দ মোজাম্মেল হকের সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় বক্তব্য রাখেন, উপজেলা সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা নুরুচ্ছাফা বি.কম,যুগ্ম সাধারণ সম্পাদক হাজী মো.তাহের, আসাদুল্লাহ চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সিনিয়ার সদস্য ফরিদ উদ্দীন তালুকদার, কৈয়াবিল ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক ও চেয়ারম্যান আজমগীর মাতবর, লেমশীখালী ইউনিয়ন সাধারণ সম্পাদক রেজাউল করিম, বড়ঘোপ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান টিটু, যুবলীগের আহবায়ক আবু জাফর ছিদ্দিকী,ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাইমুল হুদা সাদ্দাম প্রমুখ।

এসময় উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা শাহজাহান সিকদার,বড়ঘোপ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও চেয়ারম্যান আবুল কালাম, আলী আকবর ডেইল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও চেয়ারম্যান আলহাজ্ব জাহাঙ্গীর সিকদার, মহিলা আওয়ামী লীগের সভাপতি ছৈয়দা মেহেরুন নেচ্ছা,যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক বেবি আক্তার, কৃষক লীগের সাধারণ সম্পাদক কাইছার সিকদার, আওয়ামী বস্তুহারা লীগের সভাপতি মনির আহমেদ মাতবর,ছাত্রলীগের সভাপতি খোরশেদ আলমসহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।