মামুন রেজা, রাজশাহী:

রাজশাহী সিটি কর্পোরেশনের সঙ্গে কোরিয়ান একটি কম্পানীর প্রায় ৮০ কোটি টাকার প্রতারণার চেষ্টা করছে। ৮ টি ফায়ার ফাইটিং ট্রাক কেনার নামে ৯ টি ভুয়া ডকুমেন্ট তৈরি করে চুক্তিপত্র সম্পাদনের নামে এ প্রতারণার চেষ্টা করছে সিনসিন গ্লোবাল কোম্পানি লিমিডেট।
আজ বুধবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে রাজশাহী সিটি কর্পোরেশনের এনেক্স ভবনে এক সংবাদ সম্মেলনে সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন আন্তর্জাতিক জালিয়াতি চক্রের এমন কর্মকাণ্ডের বিষয়টি তুলে ধরেন।
সংবাদ সম্মেলনে মেয়র বলেন, SHINSHIN Global Co. Ltd তৃতীয় কোন পক্ষ দ্বারা প্রতারিত হয়েছে নাকি SHINSHIN Engineering Co. Ltd এর প্রেসিডেন্ট Byeong Cheol SHIN ও তার সহযোগীরা নিজেরাই বিভিন্ন ভুয়া ডকুমেন্ট তৈরি করে রাজশাহী সিটি কর্পোরেশনকে ফাঁসানোর জন্য চেষ্টা চালাচ্ছে, তা যথাযথ তদন্ত ও তথ্য প্রমাণ প্রাপ্তি সাপেক্ষে জানা যাবে । তবে আমার সাথে ফোনালাপ কিংবা আমার ইমেইলে যোগাযোগ না করে ভুয়া ই-মেইলে যোগাযোগের মাধ্যমে চুক্তিপত্র সম্পাদনের বিষয়টি অবহিত করার পরও দক্ষিণ কোরিয়ার সিউলস্থ বাংলাদেশ দূতাবাসে B.C. Shin কর্তৃক একাধিকবার যোগাযোগ ও মিথ্যা অভিযোগ দাখিল করায় আমার ও রাজশাহী সিটি কর্পোরেশনের ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ন হয়েছে। যা বাংলাদেশের ভাবমূর্তি নষ্টের গভীর অপচেষ্টা।
খায়রুজ্জামান লিটন বলেন, রাজশাহী সিটি কর্পোরেশন বাংলাদেশের একটি স্থানীয় সরকার প্রতিষ্ঠান। রাজশাহী সিটি কর্পোরেশনের কার্যাবলীর মধ্যে ফায়ার ফাইটিং সেবা অন্তর্ভুক্ত নয়। বাংলাদেশে ফায়ার ফাইটিং এর জন্য ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স নামক একটি স্বতন্ত্র ও পূর্ণাঙ্গ সরকারি সংস্থা রয়েছে। স্বভাবতই, রাজশাহী সিটি কর্পোরেশন কর্তৃক ফায়ার ফাইটিং ট্রাক ক্রয়ের কোন প্রশ্নই আসে না। বিষয়টি অপ্রাসঙ্গিক ও অযৌক্তিকও।
বাংলাদেশে সরকারি ক্রয় প্রক্রিয়া P.P.A-2006 ও P.PR – 2008 অনুযায়ী সিটি কর্পোরেশনের সকল ক্রয় কার্যক্রম সম্পাদিত হয়। যে কোন পণ্য (যানবাহন) ক্রয়ের ক্ষেত্রে যথাযথ নিয়ম মেনে বিজ্ঞপ্তি প্রকাশের পর প্রতিযোগিতার মাধ্যমে সরবরাহকারীর নিকট থেকে ক্রয় করা হয়ে থাকে সরাসরি বিজ্ঞপ্তি ব্যতিরেকে সরকারি অর্থের মাধ্যমে এরূপ বৃহৎ অংকের পণ্য ( যানবাহন ) কোন সরবরাহকারীর নিকট থেকে ক্রয়ের সুযোগ নেই। সেক্ষেত্রে কোরিয়ান SHINSHIN Global Co. Ltd এর সাথে ১০.১২ Million USD এর সরাসরি ক্রয়চুক্তি সরকারি ক্রয় নীতিমালা পরিপন্থি ও বাস্তবসম্মত নয়।
মেয়র লিটন বলেন, গত ২০১৮ সালের ১৩ জানুয়ারি SHINSHIN Engineering Co. Ltd রাজশাহীতে ১০০ MW Solar Power Plant নির্মাণের আগ্রহ দেখিয়ে রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র বরাবর পত্র দেয়। পত্রের পরিপ্রেক্ষিতে সেই সময়ে SHINSHIN Engineering Co. Ltd এর প্রেসিডেন্ট B.C. Shin রাজশাহীতে আসেন। একাধিক আলোচনার পর রাজশাহ
কমানো, ইপিআই কার্যক্রমে জাতীয়ভাবে পরপর ১০ বার দেশসেরা হওয়াসহ নানাবিধ ক্ষেত্রে দেশ- বিদেশে সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের অদম্য অগ্রযাত্রার ধারাবাহিকতায় ব্যাপক উন্নয়নের মাধ্যমে আমাদের প্রাণের মহানগরী রাজশাহীও উন্নয়ন অগ্রযাত্রায় এগিয়ে যাচ্ছে। উন্নয়নে বদলে যাচ্ছে। এমতাবস্থায় এমন একটি গভীর চক্রান্ত সিটি কর্পোরেশনের বিরুদ্ধে করা হয়েছে।
এক প্রশ্নের জবাবে মেয়র বলেন, গত ২৩ ডিসেম্বর নগরীর বোয়ালিয়া মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। চক্রান্তের বিষয়টি ইতোমধ্যেই দক্ষিণ কোরিয়ার সিওলে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূতকে পত্রের মাধ্যমে অবহিত করা হয়েছে। এছাড়া বিষয়টি গভীরভাবে তদন্ত করে দেয়া হচ্ছে। এটি শুধু সিটি কর্পোরেশনের নয়; পুরো দেশের সঙ্গে ষড়যন্ত্রের অংশ। আন্তর্জাতিক এই চক্রটির ব্যাপারে আরও যত ধরনের আইনগত পদক্ষেপ নেয়া দরকার আমার নিবো।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে সিটি কর্পোরেশনে প্যানেল মেয়র-১ ও ১২নং ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবু, প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এবিএম শরীফ উদ্দিন, সচিব মো. মশিউর রহমান, ইঞ্জিনিয়ারিং এডভাইজার মো.আশরাফুল হক, নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ইমরানুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।