মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর মহাপরিচালক (ডিজি) পদে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর মেজর জেনারেল সাকিল আহমেদ (বিএ-৩৪২২)। বৃহস্পতিবার ১৭ ফেব্রুয়ারী জনপ্রশাসন মন্ত্রণালয়ের ১৫৮ নম্বর স্মারক মূলে প্রেষণ-১ অধিশাখার উপসচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে মেজর জেনারেল সাকিল আহমেদ-কে এ নিয়োগ দেওয়া হয়।
মেজর জেনারেল সাকিল আহমেদ এর আগে পাসপোর্ট অ্যান্ড ইমিগ্রেশন অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) হিসেবে দায়িত্ব পালন করেছেন।বিজিবি’র বর্তমান ডিজি মেজর জেনারেল সাফিনুল ইসলাম (বিএ-৩০৫৬) এর স্থলাভিষিক্ত হবেন তিনি।
একই প্রজ্ঞাপনে বিজিবি’র বর্তমান ডিজি মেজর জেনারেল সাফিনুল ইসলামের প্রেষন প্রত্যাহার করে তাঁর চাকরি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে সশস্ত্র বাহিনী বিভাগে প্রত্যাবর্তন করা হয়েছে। আগামী ২ মার্চ হতে চাকরি থেকে অবসরকালীন ছুটিতে যাচ্ছেন মেজর জেনারেল সাফিনুল ইসলাম।
অপরদিকে, প্রজ্ঞাপনে মেজর জেনারেল সাকিল আহমেদ এর চাকরি বাংলাদেশ সেনাবাহিনী থেকে প্রেষনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগে ন্যস্ত করা হয়েছে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।