মোঃ জয়নাল আবেদীন টুক্কু:
নাইক্ষ্যংছড়ি থানায় আধুনিক মানের দৃষ্টিনন্দন মসজিদ স্থাপন করে এবার আলোচিত হলেন নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আলমগীর হোসেন।

সীমান্ত জনপদে দায়িত্ব পালন করে আইজিপি ব্যাজ ও টানা ৮ বার জেলার শ্রেষ্ট অফিসার ইনচার্জ মনোনীত হওয়া এ কর্মকর্তার সার্বিক প্রচেষ্টায় থানা অভ্যন্তরে একটি মসজিদ নির্মাণ করে উপজেলায় আলোচিত ও এলাকাবাসীর মাঝে অনন্য এক দৃষ্টান্ত স্থাপন করলেন।

এ সংবাদ লেখা কালীন মসজিদটির নির্মাণ কাজ সম্পূর্ণের পথে ও উদ্ধোধনের অপেক্ষায়। আধুনিক মানের এ মসজিদ আগামী ২৩ ফেব্রুয়ারী জেলা পুলিশ সুপার জেরিন আক্তার বিপিএম কৃর্তক শুভ উদ্বোধনের কথা রয়েছে।

নাইক্ষ্যংছড়ি থানায় ডিজিটাল এ-যুগে আধুনিক মানের দৃষ্টিনন্দন মসজিদটি নির্মাণ করায় তাকে আজীবন স্বরণ করে রাখবে এলাকাবাসীর পাশাপাশি এই থানায় আসা ও কর্মরত পুলিশ সদস্যরাও। অপরূপ সৌন্দর্য্য ও দৃষ্টান্ত স্থাপনকারী নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ ও মানবতার সেবক নামে খ্যাত ওসি মুহাম্মদ আলমগীর হোসেন।

তিনি মহৎ উদ্যোগটি গ্রহণ করে নাইক্ষ্যংছড়ি উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ শফিউল্লাহসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং স্থানীয়দের সহযোগিতায় এ মসজিদের নির্মাণ কাজ শুরু করেছিলেন।

মাত্র কয়েক মাসের মধ্যে মসজিদের নির্মাণ কাজ শেষ করে নাইক্ষ্যংছড়িবাসীর মাঝে এ বিরল দৃষ্টান্ত স্থাপন করলেন।

এরই মধ্যে (ওসি)মুহাম্মদ আলমগীর হোসেন অন্যত্র বদলি হওয়ার খবর আসে। নবনির্মিত এ মসজিদের শুভ উদ্বোধনের পরপরই তিনি নাইক্ষ্যংছড়ি থেকে বিদায় নিতে যাচ্ছেন বলে এ প্রতিবেদককে নিশ্চিত করেছেন।