মোঃ জয়নাল আবেদীন টুক্কু:
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম পুলিশ অভিযান চালিয়ে ৭ হাজার পিস ইয়াবা ও গাড়িসহ ২ মাদক কারবারি আটক করেছে।

সোমবার (২১ ফেব্রুয়ারী) ভোরে উখিয়ার টিভি টাওয়ারের বিপরীতে উপজেলার ঘুমধুম ইউপির ইয়াহিয়া রাবার বাগানের প্রবেশ মুখে চেকপোষ্ট বসিয়ে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় কক্সবাজার মুখী একটি লেগুনা গাড়ীকে থামানোর সংকেত দিলে গাড়িটি পালিয়ে যাওয়ার সময় চালকসহ তাদের আটক করা হয়। আটকের পর জিজ্ঞাসাবাদ করে তাদের স্বীকারোক্তি মতে গাড়ীতে অভিনব কায়দায় লুকানো অবস্থায় এসব ইয়াবা পাওয়া যায়। যার মূল্য ২১ লাখ টাকা।
এসময় চালকসহ ২ মাদক কারবারিকে আটক করা হয়।

ধৃতরা হলো,কুতুবদিয়া উপজেলার দক্ষিণ ধুরংয়ের হায়দার আলী মিয়াজি পাড়ার মোসলেহ উদ্দিন বাড়ীর বশির আহমদের ছেলে মোঃ ওমর ফারুক(২১) ও পেকুয়া উপজেলার পূর্ব কোরালখালীর নাজিমের বাড়ির নুরুল ইসলামের ছেলে মোঃ নেজাম উদ্দিন(৩৩)। এসময় ইয়াবা বহন কাজে ব্যবহ্নত লেগুনা গাড়ীটি জব্দ করা হয়। গাড়িটির মূল্য ৫ লাখ টাকা। নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মাদ আলমগীর হোসেন’র সার্বিক দিকনির্দেশনায়, ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক মোঃ সোহাগ রানার নেতৃত্বে এসআই আল আমিন সহ সঙ্গীয় ফোর্স এ অভিযান পরিচালনা করেন।

এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি থানায় মামলা রুজু করা হয়েছে বলে এ প্রতিবেদককে নিশ্চিত করেছেন ওসি মুহাম্মদ আলমগীর হোসেন।