জালাল আহমদ ,ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
বামপন্থী ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের কার্যক্রম স্থগিত করা হয়েছে।

জানা যায় ,সংগঠনের একজন সদস্য কর্তৃক ধর্ষণের ঘটনার প্রেক্ষিতে যথাযথ পদক্ষেপ গ্রহণে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের ব্যর্থতা, অপরিণামদর্শিতা ও একই সংসদ কর্তৃক ভিক্টিমের প্রতি ঘটা অপরাধের প্রেক্ষিতে আজ বৃহস্পতিবার (২৪ মার্চ, ২০২২) বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সম্পাদকমণ্ডলী সভায় বাংলাদেশ ছাত্র ইউনিয়ন দাবি সংসদের কার্যক্রম স্থগিত করা হয়।
আজ বৃহস্পতিবার দুপুরে ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক রেজওয়ান হক মুক্ত স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। একইসাথে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত সাবেক ছাত্র ইউনিয়ন নেতা আকিফ আহমদকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারের দাবি জানিয়েছে সংগঠনটি।