আজিজুল হক রানা: নাইক্ষ্যংছড়ির ঘুমধুমে ৫০হাজার পিস ইয়াবা সহ ২জন পাচারকারীকে আটক করেছে ৩৪ বিজিবি’র ঘুমধুম বিওপির জোয়ানরা।

বিজিবি সূত্রে জানা যায়, ১৪ এপ্রিল ২০২২ইং বৃহস্পতিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার জেলার উখিয়া উপজেলার কাস্টমস মোড় নামক এলাকায় অভিযান চালিয়ে ৫০ হাজার পিস ইয়াবা সহ ২ পাচারকারীকে আটক করে।

আটককৃত আসামীরা হলেন ঘুমধুম ইউনিয়নের তুমব্রু পশ্চিকুল এলাকার মৃত-মোহাম্মদ মিয়ার ছেলে শাহজাহান (৪১) এবং একই এলাকার আব্দুর রহিমের ছেলে মোঃ একরামুল হোসেন (২৫)।

আটককৃত আসামীদেরকে মালামালসহ উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন কক্সবাজার ৩৪ বিজিবি অধিনায়ক লে. কর্ণেল মেহেদী হোসাইন কবির।