মোঃ জয়নাল আবেদীন টুক্কু:
নাইক্ষ্যংছড়িতে জাতীয় পুষ্টি সপ্তাহ/২২ইং উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৫ এপ্রিল) বেলা ১১টায় নাইক্ষ্যংছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাস্তবায়নে উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডা: এ জেড এম সেলিম উদ্দিনরে সভাপতিত্বে আলোচনা সভা প্রধান অতিথি ছিলেন নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার সালমা ফেরদৌস, বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভুমি) জর্জ মিত্র চাকমা,নাইক্ষ্যংছড়ি থানার ওসি (তদন্ত) শরিফ ইবনে আলম, পুরুষ ভাইস চেয়ারম্যান মংলা ওয়াই মার্মা, প্রাণীসম্পদ অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডাঃ ছৈয়দ নুর, সহকারী শিক্ষা অফিসার আকতার উদ্দিন, হাসপাতালের স্বাস্থ্য পরিদর্শক পল্লব বড়ুয়া সঞ্চালনায় অন্যানদের মাঝে উপস্থিত ছিলেন নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের আহ্বায়ক সাংবাদিক আব্দুল হামিদ,সাংবাদিক মোঃ জয়নাল আবেদীন টুক্কু, এছাড়াও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তার প্রতিনিধি গন উপস্থিত ছিলেন। এতে বক্তারা বলেন- পুষ্টি সম্পর্কে আমাদের সচেতনতা বৃদ্ধি করতে হবে এবং আমাদের কিশোর কিশোরী নিয়ে ক্যাম্পেইন করতে হবে। এছাড়াও সমাজের গণ্যমান্য ব্যাক্তিসহ সংশ্লীষ্টদের নিয়ে পুষ্টি সপ্তাহ উপলক্ষে সচেতন করার কোন বিকল্প নেই। গত ২৩ এপ্রিল হতে আগামী ২৯ এপ্রিল পর্যন্ত জাতীয় পুষ্টি সপ্তাহ চলবে।