ডেস্ক নিউজ: সিলেট নগরের সুরমা আবাসিক হোটেল থেকে ‘অসামাজিক কাজে’ লিপ্ত থাকার অভিযোগে ৯ তরুণ-তরুণীকে আটক করেছে পুলিশ।
বুধবার (২০ অক্টোবর) সকালে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) বিএম আশরাফ উল্যাহ তাহের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এর আগে মঙ্গলবার (১৯ অক্টোবর) রাত ৯টার দিকে নিউ সুরমা আবাসিক হোটেলে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) বিএম আশরাফ উল্যাহ তাহের বলেন, হোটেল থেকে ৯ জনকে আটক করার সময় হোটেলের মালিক আরজত চৌধুরী (৪৫) ও হোটেলের ম্যানেজার আব্বাস মিয়া (৪৭) কৌশলে পালিয়ে যান।
তিনি আরও বলেন, দেশের বিভিন্ন স্থান থেকে নানা প্রলোভনে তরুণীদের হোটেলে এনে যৌনকর্মে বাধ্য করাতো এরা। এ ঘটনায় বুধবার (২০ অক্টোবর) হোটেলের মালিক ও ম্যানেজারসহ আটককৃত সবার বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় মানবপাচার আইনে মামলা হয়েছে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।