জালাল আহমদ,ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
চট্টগ্রামে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, গণসংহতি আন্দোলনের চট্টগ্রাম জেলা সমন্বয়কারী হাসান মারুফ রুমী, গণঅধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক রাশেদ খান, ছাত্র ফেডারেশনের চট্টগ্রাম মহানগর শাখার সাধারণ সম্পাদক শ্রীধাম কুমার শীলসহ নেতৃবৃেন্দর উপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র ফেডারেশনের নেতৃত্বে মশাল মিছিল বের করে সংগঠনের নেতাকর্মীরা।
আজ ৭জুন মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭ টায় ছাত্র ফেডারেশনের নেতৃত্বে তাৎক্ষণিক মশাল মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। টিএসসির ভেতর থেকে শুরু হওয়া মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রাজু ভাস্কর্যের পাদদেশে সমাবেশ করে। বাংলাদেশ ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি মশিউর রহমান খান রিচার্ডের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৈকত আরিফের সঞ্চালনায় সমাবেশে সংহতি বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি বিন ইয়ামিন মোল্লা, ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি সাদিক রেজা, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ফেডারেশনের সভাপতি আবু রায়হান খান, ঢাকা মহানগর ছাত্র ফেডারেশনের সভাপতি অনুপম রায় রূপকসহ নেতৃবৃন্দ।
সংহতি বক্তব্যে বিন ইয়ামিন মোল্লা বলেন, “বর্তমান স্বৈরাচারী সরকার তার ফ্যাসিবাদী শাসন দীর্ঘায়িত করতে জোনায়েদ সাকি, রাশেদ খানসহ জাতীয় ও স্থানীয় নেতৃবৃন্দের উপর হামলা করেছে। আমরা ষ্পষ্ট করে বলতে চাই, হামলা-মামলা করে আমাদের থামানো যাবে না। এই স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে ছাত্র সমাজের বৃহত্তর ঐক্য চাই আমরা।”
সভাপতির বক্তব্যে মশিউর রহমান রিচার্ড বলেন, “জোনায়েদ সাকি বাংলাদেশের এই মুহুর্তে গণতন্ত্র প্রতিষ্ঠার অন্যতম রুপকার। বর্তমান ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ সংগ্রাম গড়ে তোলার প্রধানতম উদ্যোক্তাদের একজন। আমরা মনে করি এই জন্যই বর্তমান ফ্যাসিবাদী সরকারের প্রধানতম টার্গেটে পরিণত হয়েছেন তিনি। চট্রগ্রামে জোনায়েদ সাকিসহ নেতৃবৃন্দের উপর ছাত্রলীগের সন্ত্রাসীদের হামলা তাই প্রমাণ করে। আমরা বলতে চাই, বর্তমান সরকার যে দমন- পীড়নের পথ বেছে নিয়েছে তা দিয়ে তারা তাদের এই ফ্যাসিবাদী শাসন আর দীর্ঘায়িত করতে পারবে না। আমরা রাজপথে ছাত্র-জনতাকে নিয়ে এই স্বৈরশাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলবো। আমরা এই ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে ছাত্রসমাজের বৃহত্তর ঐক্য গড়ে তোলার কাজ করছি। আমরা অবিলম্বে সন্ত্রাসীদের চিহ্নিত করে বিচারের দাবি জানাই।”
উল্লেখ্য যে আজ বিকেলে
চট্টগ্রামে ছাত্রলীগের হামলায় গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, গণঅধিকার পরিষদের যুগ্ম আহবায়ক রাশেদ খান, গণসংহতি আন্দোলনের চট্টগ্রাম জেলা আহবায়ক হাসান মারুফ রুমী, সদস্য সচিব ফরহাদ জামান জনি, ছাত্র ফেডারেশরে চট্টগ্রাম মহানগর শাখার সাধারণ সম্পাদক শ্রীধাম কুমার শীলসহ অন্তত ২০ জন নেতাকর্মী আহত হয়েছেন।