অনলাইন ডেস্ক: পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, রোহিঙ্গা ও ফিলিস্তিন সমস্যা ঝুলে আছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ৫ স্থায়ী সদস্য রাষ্ট্রের আন্তরিকতার অভাবে। বিশেষ করে চীন ও রাশিয়া সদয় হলে রোহিঙ্গা সমস্যার সমাধান হবে বলে উল্লেখ করেন তিনি।
রাজধানীর জাতীয় প্রেসক্লাবে জাতিসংঘ দিবস-২০২১ উপলক্ষে আজ রোববার, ২৪ অক্টোবর, আয়োজিত এক আলোচনায় পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন বলেন, রোহিঙ্গাদের বিষয়ে জাতিসংঘের যা যা করার, তা করছে। কিন্তু সংস্থাটির নিরাপত্তা পরিষদের ৫ স্থায়ী সদস্যের কারণে রোহিঙ্গা সমস্যা ও ফিলিস্তিন সমস্যা ঝুলে যাচ্ছে। কারণ একটি সদস্য রাষ্ট্র কোনো সিদ্ধান্তের বিষয়ে আপত্তি জানালে জাতিসংঘ সেখানে কিছুই করতে পারে না।
জাতিসংঘের নিজের কোনো শক্তি নেই, তার শক্তি সদস্য রাষ্ট্রের ওপর নির্ভর করে উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, যারা রোহিঙ্গা ইস্যুকে ঝুলিয়ে রেখেছে আগামীতে তারা আরো সদয় হবেন বলে আমরা আশা করি। বিশেষ করে রাশিয়া ও চীন, তারা সদয় হলে এই অবস্থার পরিবর্তন হবে। আমাদের এ সমস্যা দূর হবে বলে আমরা আশাবাদী।
প্রসঙ্গত, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ৫ স্থায়ী সদস্য রাষ্ট্র হলো— রাশিয়া, যুক্তরাষ্ট্র, ফ্রান্স, যুক্তরাজ্য ও চীন। কোনো বিষয়ে জাতিসংঘে কোনো প্রস্তাব পাস করতে হলে নিরাপত্তা পরিষদের ৫ স্থায়ী সদস্য রাষ্ট্রকে একমত হতে হয়। একটি সদস্য রাষ্ট্রও কোনো প্রস্তাবের বিপক্ষে গেলে সেটি আটকে যায়।