নুরুল আলম সাঈদ, নাইক্ষ্যংছড়ি:
বান্দরবান পার্বত্য জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার মায়ানমার সীমান্তের ছালামী পাড়া নামক স্থান থেকে বিজিবি অভিযান চালিয়ে ২০টি মায়ানমারের চোরাই গরু জব্দ করে।
জানা যায়, চাকঢালা বিজিবি গোপন সংবাদের ভিত্তিতে মালিক বিহীন ২০ টি বার্মিজ গরু জব্দ করেছে।
শনিবার (১৫ এপ্রিল) ভোর ৬ টার সময় নাইক্ষ্যংছড়ি ১১ বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি) এর অধীনস্থ চাকঢালা বিওপির বিশেষ টহল দলের কমান্ডার মোঃ আনোয়ার উদ্দিনের নেতৃত্বে সীমান্ত পিলার ৪৪ সংলগ্ন বাংলাদেশের অভ্যন্তরে বান্দরবান পার্বত্য জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর ইউনিয়নের ছালামী পাড়া নামক স্থান থেকে মালিক বিহীন অবস্থায় ২০ টি বার্মিজ গরু জব্দ করে। চোরাই গরু ও মাদক পাচাররোধে বিজিবির অভিযান অব্যাহত আছে। এবং মায়ানমারের চোরাই
গরু গুলি জব্দ করার পর নাইক্ষ্যংছড়ি ১১ বর্ডার গার্ড ব্যাটালিয়ন সদরে নিয়ে আসা হয় বলে জানান ১১ বিজিবির অধিনায়ক লে : কর্নেল মো : রেজাউল করিম।
উল্লেখ্য, নাইক্ষ্যংছড়ির বিভিন্ন সীমান্ত পয়েন্ট দিয়ে বিগত ৯ মাস ধরে স্থানীয় বিজিবির দৃষ্টিকে ফাকি দিয়ে স্থানীয় চোরাকারবারিরা হাজার হাজার গরু রাজস্ব ফাকি দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে এনে দেশের বিভিন্ন জায়গাতে ভূয়া কাগজ তৈরি করে বাজার জাত করে অধিক মুনাফা করে আসছে বলে জানা যায়।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।