নুরুল আলম সাঈদ,নাইক্ষ‍্যংছড়ি:
বান্দরবান পার্বত্য জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলা সদরের ধুংড়ী হেডম্যান পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে ৩,১০০ পিস ইয়াবা ও ৫০০ গ্রাম গাঁজাসহ একজন মাদক কারবারীকে র‌্যাব-১৫ গ্রেফতার করেছে।
৬ জুন ২০২৩ বিকেল ৪টার সময় র‌্যাব-১৫, কক্সবাজার এর অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর ইউনিয়নের ধুংড়ী হেডম্যান পাড়ার মেদাউ মারমার বসত ঘরে মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫, কক্সবাজারের একটি চৌকস অভিযানিক দল উক্ত স্থানে অভিযান পরিচালনার এক পর্যায়ে র‌্যাবের উপস্থিতি বুঝতে পেরে একজন ব্যক্তি কৌশলে পালানোর চেষ্টাকালে অভিযানিক দলের নিকট মেদাউ মারমা নামে এক মাদক কারবারী আটক হন। উপস্থিতি সাক্ষীদের সম্মুখে আটককৃত ব্যক্তির সাথে থাকা পলিথিন ব্যাগ তল্লাশী করে তার হেফাজত থেকে সর্বমোট ৩,১০০ (তিন হাজার একশত) পিস ইয়াবা ট্যাবলেট এবং ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। আটক মাদক কারবারী জানায়, সে বিভিন্ন পন্থা অবলম্বন করে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ও গাঁজা অবৈধভাবে পার্শ্ববর্তী মিয়ানমারের সীমান্তবর্তী এলাকা হতে এনে নিজের হেফাজতে রেখে নাইক্ষ্যংছড়ি সহ কক্সবাজার,চট্রগ্রাম এবং বান্দরবানের বিভিন্ন স্থানে বিক্রয় করে আসছেন।
উদ্ধারকৃত ইয়াবাসহ আটককৃত ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন‍্য নাইক্ষ্যাংছড়ি থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে। আটক হওয়া মেদাউ মারমা,ধুংড়ী হ‍েডম‍্যান পাড়ার স্থায়ী বাসিন্দা চাইলুং মারমার ছেলে বলে জানা যায়।