মোঃ জয়নাল আবেদীন টুক্কু:
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি থানার ৪ কর্মকর্তার বিদায় সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। সোমবার (২৫ নভেম্বর) বৃহস্পতিবার রাত ১০ টায় নাইক্ষ্যংছড়ি থানা মিলনায়তনে অফিসার ইনচার্জ মুহাম্মদ আলমগীর হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি অধ্যাপক মোহাম্মদ শফিউল্লাহ। বিশেষ অতিথি ছিলেন,নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরুল আবছার ইমন,ঘুমধুমের চেয়ারম্যান জাহাঙ্গির আজিজ,নাইক্ষ্যংছড়ি উপজেলার দূর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ও প্রেসক্লাব প্রতিষ্ঠাতা সভাপতি মাঈনুদ্দিন খালেদ,সোনাইছড়ি পুলিশ ফাঁড়ি ইনর্চাজ মোঃ শাহজাহান,প্রেসক্লাবের সদস্য সচিব জাহাঙ্গির আলম,সদস্য মোঃ জয়নাল আবেদীন টুক্কু,নাইক্ষ্যংছড়ি কমিউনিটি পুলিশের সাধারণ সম্পাদক আবদু সত্তার,ঘুমধুম ইউনিয়ন যুবলীগের সভাপতি ছৈয়দুল বশর প্রমূখ ।
সংবর্ধিত অতিথিরা হলেন বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনর্চাজ কানন চৌধুরী,ঘুমধুম তদন্ত কেন্দ্রের ইনচার্জ দেলোয়ার হোসেন, সেকেন্ট অফিসার নুরুল ইসলাম, এসআই গোলাম মোস্তফা।