মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
কক্সবাজার জেলার আগ্নেয়াস্ত্রের লাইসেন্সধারীদের এনালগ লাইসেন্সকে স্মার্ট লাইসেন্সে পরিণত করার জন্য তথ্য চাওয়া হয়েছে। কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ের জে.এম শাখায় জরুরীভিত্তিতে নির্ধারিত ফরমে তথ্যসমুহ প্রদান করতে অনুরোধ করা হয়েছে।
Bangladesh Arms Management System (BAMS) এর আওতায় সরকার সারাদেশে আগ্নেয়াস্ত্রের বর্তমানে প্রচলিত কাগজের এনালগ লাইসেন্সকে স্মার্ট লাইসেন্সে (স্মার্ট কার্ড) পরিণত করার উদ্যোগ নিয়েছে।
সংশ্লিষ্ট সুত্র জানিয়েছে, আগ্নেয়াস্ত্রের লাইসেন্সধারীদের যেসব তথ্য জমা দিতে হবে, সেগুলো হচ্ছে, লাইসেন্সধারীর প্রকার (ব্যক্তিগত/ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান/অন্যান্য), ব্যক্তিগত লাইসেন্সধারীর ক্ষেত্রে ধরণ (সাধারণ/সরকারি সামরিক/সরকারি বেসামরিক), লাইসেন্সধারীর নাম, এনআইডি (জাতীয় পরিচয়পত্র) নম্বর, মোবাইল ফোন নম্বর, রক্তের গ্রুপ, অস্ত্রের লাইসেন্সের নম্বর ও অস্ত্রের নম্বর, অস্ত্রের প্রকার, অস্ত্র ইস্যুর তারিখ, লাইসেন্স সর্বশেষ নবায়নের তারিখ, লাইসেন্স মেয়াদ উত্তীর্ণের তারিখ, পোস্ট কোড নম্বর সহ লাইসেন্সধারীর স্থায়ী ও বর্তমান ঠিকানা।
তথ্যের সাথে অস্ত্রের লাইসেন্সের ফটোষ্ট্যাট কপি, এনআইডি (জাতীয় পরিচয়পত্র) কার্ডের ফটোস্ট্যাট কপি এবং পার্সপোট সাইজের ২ কপি ছবিও দিতে হবে।
যেসব আগ্নেয়াস্ত্রের লাইসেন্সধারীরা এখনো উল্লেখিত তথ্য সমুহ জমা দেননি তাদেরকে কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ের জে.এম শাখায় তথ্য সমুহ জরুরীভিত্তিতে জমা করতে বলা হয়েছে। তথ্য জমা করতে ব্যর্থ হওয়া আগ্নেয়াস্ত্রের লাইসেন্সধারীরা তাদের লাইসেন্স পরবর্তীতে নবায়ন করতে জটিলতার সম্মুখীন হতে পারেন বলে সংশ্লিষ্ট সুত্র জানিয়েছে।