মোঃ জয়নাল আবেদীন টুক্কু:
পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড পরিচালিত টেকসই সামাজিক সেবা প্রদান প্রকল্পের কিশোর কিশোরীর অভিভাবকদের এক সমাবেশ অনুষ্টিত হয়। এতে কিশোর কিশোরীর সামাজিক ও অন্যান্য আচরণ পরিবর্তন বিষয়ে ব্যাপক আলোচনা হয়।
২৮ নভেম্বর সকাল ১১ টায় বাইশারী ইউনিয়ন পরিষদ হলরুমে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন বাইশারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আলম কোম্পানি।
নাইক্ষ্যংছড়ি উপজেলা প্রকল্প ব্যবস্থাপক রুহুল আমিন হেলালীর পরিচালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন টেকসই সামাজিক সেবা প্রদান প্রকল্পের বান্দরবান জেলা ব্যবস্থাপক আলু মং মার্মা। উদ্বোধনী বক্তব্য দেন নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মংলা উওয়াই মার্মা । সমাবেশে মূল আলোচক ছিলেন টেকসই সামাজিক সেবা প্রদান প্রকল্পের প্রশিক্ষক চৌম্রচিং মার্মা।
সংবাদ প্রেরক-
মোঃ জয়নাল আবেদীন টুক্কু,
মোবাইল নং, ০১৮১১২৬৯২৩৪