সভাপতি নূরুল ইসলাম কুতুবী , সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন পারভেজ
বার্তা পরিবেশক
জাতীয় শ্রমিকলীগ কক্সবাজার জেলার আওতাধীন দ্বীপ উপজেলা কুতুবদিয়া উপজেলা শাখা কমিটি অনুমোদন দেয়া হয়েছে।
সাবেক ইউপি সদস্য নূরুল ইসলাম কুতুবীকে সভাপতি ও আনোয়ার হোসেন পারভেজকে সাধারণ সম্পাদক করে ১১ ডিসেম্বর জেলা শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুল ইসলাম কালু ও সাধারণ সম্পাদক শফিউল্লাহ আনসারী এই আংশিক কমিটি অনুমোদন দেন।
জেলা শ্রমিকলীগের দপ্তর সম্পাদক এম. ওসমান গণি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
তিনি জানান, আহŸায়ক কমিটি বিলুপ্ত করে পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেয়া হয়। আগামী জাতীয় নির্বাচন সামনে রেখে দলের সাংগঠনিক গতিশীলতা বাড়াতে এই কমিটি অনুমোদন দেয়া হয়। এতে নেতাকর্মীরা উজ্জ্বীবিত হয়ে নির্বাচনী কার্যক্রমে অংশ নেবেন এবং সার্বিক সাংগঠনিক কাজে আত্মনিয়োগ করবেন।
নবগঠিত কমিটির সভাপতি নূরুল ইসলাম কুতুবী ও সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন পারভেজ বলেন, এমন একটি গুরুত্বপূর্ণ সময়ে আমাদের উপর আস্থা রেখে নতুন কমিটি অনুমোদন দেয়ায় জেলা নেতৃবৃন্দের প্রতি আমরা কৃতজ্ঞ। সর্বস্তরের নেতাকর্মীদের সাথে আগামী নির্বাচনে আওয়ামী লীগের মনোনিত প্রার্থী আশেক উল্লাহ রফিক বিজয়ী করতে আনতে আপ্রাণ চেষ্টা করবো আমরা।