জালাল আহমদ, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সিনিয়র সহ-সভাপতি এ বি এম ইজাজুল কবির রুয়েলকে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব প্রদান করেছে কেন্দ্রীয় ছাত্রদল।
রোববার রাতে কেন্দ্রীয় ছাত্রদলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক সংগঠনের গতিশীলতা ও ধারাবাহিকতা অব্যাহত রাখার স্বার্থে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সিনিয়র সহ-সভাপতি এ বি এম ইজাজুল কবির রুয়েলকে ঢাবি শাখার ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি রাশেদ ইকবাল খান ও সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল আজ এই সিদ্ধান্ত অনুমোদন করেন।
উল্লেখ্য, ২৭ ডিসেম্বর রাতে ঢাবি ছাত্রদলের সভাপতি খোরশেদ আলম সোহেলকে গ্রেফতার করে ডিবি পুলিশের একটি দল। এক বছর আগে ৮ ডিসেম্বর বিএনপির মহাসমাবেশ কেন্দ্র করে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় খোরশেদ আলম সোহেলের আটকের পর তখনও ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন এবিএম ইজাজুল কবির রুয়েল।