দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনে ভোটগ্রহণ বন্ধের সিদ্ধান্ত করা হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
শুক্রবার (৫ জানুয়ারি) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইসি এ তথ্য জানিয়েছে।
এর আগে গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনে ভোটগ্রহণ বন্ধ ঘোষণা করে নির্বাচন কমিশন। পরে ইসির পক্ষ থেকে জানানো হয় ভোট বন্ধের সিদ্ধান্ত স্থগিত করা হয়েছে।
৭ জানুয়ারি ভোট প্রদান থেকে বিরত থাকার আহ্বান জামায়াতের
দ্বাদশ সংসদ নির্বাচনে এবার গাইবান্ধা-৫ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগের প্রার্থী মাহমুদ হাসান রিপন (নৌকা), স্বতন্ত্র প্রার্থী ফারজানা রাব্বী বুবলী (ট্রাক), শামসুল আজাদ শীতল (ঈগল পাখি), বিকল্প ধারা বাংলাদেশের জাহাঙ্গীর আলম (কুলা) এবং এনপিপির ফারুক মিয়া (আম)।
সারা দেশে ভোটকেন্দ্রের নিরাপত্তা ও নজরদারি বৃদ্ধির নির্দেশ
এর আগে গত ৩ জানুয়ারি এই আসনের জাতীয় পার্টির (জাপা) প্রার্থী আতাউর রহমান সরকার ভোটের চার দিন আগে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। সরকারের একতরফা নির্বাচন, সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি এবং ব্যক্তিগত কারণে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন বলে জানিয়েছিলেন।
অন্যদিকে বৈধ স্বতন্ত্র প্রার্থী আমিনুল হক মৃত্যুবরণ করায় নওগাঁ-২ আসনের সাধারণ নির্বাচন বাতিল করে ইসি। গত ২৯ ডিসেম্বর এ তথ্য নিশ্চিত করে ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ। তবে পরবর্তীতে এই আসনে নির্বাচন হবে বলে জানান তিনি।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।