নারায়ণগঞ্জ-১ নির্বাচনী আসনে ভোট দিতে গিয়েও ভোট দিতে না পারার অভিযোগ তুলেন তৃনমূল বিএনপির মহাসচিব তৈমুর আলম খন্দকার।
রোববার (৭ জানুয়ারি) সকালে রূপসী নিউ মডেল স্কুল অ্যান্ড কলেজে তার নির্বাচনী এলাকার ভোট কেন্দ্রে এসে পর্যবেক্ষণ করে ভোট না দিয়ে চলে যান।
কক্সবাজার-৩ : ভোট শুরু, ভোটার উপস্থিতি কম
তথ্যসূত্রে জানা যায়, তৃনমূল বিএনপির মহাসচিব তৈমুর আলম খন্দকার নারায়ণগঞ্জ সদর ইউনিয়নের ভোটার হওয়ায় তিনি নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জে) তার নির্বাচনী আসনে ভোট দিতে পারেননি।
নির্বাচনী এলাকার ভোট কেন্দ্র পর্যবেক্ষণে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা যেভাবে টাকা ছড়িয়েছে এগুলো বন্ধ করতে পারেনি নির্বাচন কমিশন। তারপরও আমি আশাবাদী মানুষ টাকা খেয়েও তাদেরকে ভোট দেবে না। আমি নির্বাচনে শেষ পর্যন্ত থাকব। এর শেষ দেখে ছাড়বো। সারাদেশের নির্বাচনী চিত্র তুলে ধরবো। সবকিছু আমাদের কাছে রয়েছে। শতভাগ আশাবাদী রূপগঞ্জের মানুষ এদের থেকে মুখ ফিরিয়ে নেবে।
আরো পড়ুন:
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।