আগমনী কার্ডে ‘বাংলাদেশ’ বানান ভুল। এ নিয়ে বিব্রতকর অবস্থায় পড়তে হয়েছে জাতীয় দলের এক সময়ের নিয়মিত মুখ ইমরুল কায়েসকে।
আজ বুধবার (১০ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেই এই তথ্য জানান ইমরুল কায়েস।
জানা যায়, হংকং থেকে বাংলাদেশে ফেরার পথে আগমনী কার্ডে ‘বাংলাদেশ’ বানান ভুল দেখে হাস্যরস করে ওই ফ্লাইটে থাকা ইমরুল কায়েসের কিছু বিদেশি বন্ধু। দেশের মান রক্ষার্থে বিদেশি সেই বন্ধুদের কোনোভাবে বুঝ দেয়ার চেষ্টা করেন কায়েস। দেশের সম্মানরক্ষার্থে এই ব্যাপারগুলোতে আরও সচেতন হওয়া জরুরি বলেও মনে করেন এই ক্রিকেটার।
সিসিটিভিতে দেখে তাৎক্ষণিক বিচার করলেন কক্সবাজারের সিজেএম
নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে কায়েস লেখেন, মানুষ মাত্রই ভুল করতে পারে এটাই স্বাভাবিক। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কিছু ভুল থাকে যেগুলো খুব সহজে মেনে নেয়াটা খুবই কঠিন। গতকালকে আমি যখন হংকং থেকে বাংলাদেশে ফ্লাইটে আসছিলাম বাংলাদেশের এরাইবাল কার্ড এ দেখলাম যে বাংলাদেশের নামটি স্পেলিং মিস্টেক করা আছে। এটা দেখার পরে আমার কিছু বিদেশি বন্ধু ছিল একই ফ্লাইটে ওরা আমাকে প্রথমে জিনিসটা দেখায়। এরপর আমাকে বলে যে, তোমাদের দেশে কি হয়। এটা নিয়ে ওরা একটু হাসাহাসি করছিলো।
নিজের সেই পোস্টে কায়েস আরও লেখেন, আমি ওদেরকে কোনোরকম বুঝাইছি যে, এটা প্রিন্টিং মিস্টেক হতে পারে। আমার কাছে প্রশ্ন হলো যারা এই দায়িত্বে আছেন তারা কি একটিবারের জন্য এটা দেখেন নাই। এত বড় মিস্টেকের জন্য আমাদের দেশের কত বড় সম্মান বাইরের মানুষের কাছে নষ্ট হয় এবং আমাদের কত খারাপভাবে ওরা চিন্তা করে। আমার মনে হয় এগুলো আমাদের এখন দেখার সময় আসছে এবং আমাদের এটা নিয়ে সবার চিন্তার একটা বিষয়।
আরো খবর
বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনের মধ্য দিয়ে মহান মুক্তিযুদ্ধের বিজয়ের পূর্ণতা লাভ
উখিয়ায় আল-আরফাহ ইসলামী ব্যাংক’র উদ্যোগে শীতবস্ত্র বিতরণ
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।