ভৈরবের গজারিয়ায় এক ফুট জায়গার জন্য বড় ভাইয়ের হাতে খুন হয়েছেন ছোট ভাই লিলু মিয়া (৫৫)।

বৃহস্পতিবার (১৮ জুলাই) সকাল ১০ টার দিকে গজারিয়া ইউনিয়নের নামাপাড়া মুন্সি বাড়িতে এ ঘটনা ঘটে।

ছোট ভাইকে হত্যার দায়ে হত্যার অভিযোগে বিকেলে স্বপন মিয়া ও তার শ্বশুর বাড়ির আত্মীয় ইদ্রিস মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ।

ভৈরব কুলিয়ারচর সার্কেল এএসপি দেলোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে জানতে পারি ভাইয়ে ভাইয়ে জমি নিয়ে দ্বন্দ্ব। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পিটিয়ে হত্যা করা হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আশ্রাফ মাহাদী বলেন, বেলা সাড়ে ১১টায় লিলু মিয়া নামের একজন ব্যক্তিকে হাসপাতালে আনলে চিকিৎসা করতে গিয়ে তাকে মৃত পাওয়া যা। হাতে আঘাতের চিহ্ন পেয়েছি। পুলিশকে খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে নিয়ে যায়।

নিহতের ছেলে নজরুল বলেন, আমাদের বাবা-চাচারা চার ভাই। বাড়ির পাশে আমার বাবা আর স্বপন কাকা একটি জমি কেনেন। জমির সমান বণ্টন করে দিলে কাকা স্বপন মিয়া ১ ফুট জমি বেশি চান। আমার বাবা জায়গা না দিতে চাইলে স্বপন কাকা তার চাচা শ্বশুর ইদ্দিস মিয়া, শালা দানা মিয়া ও সায়দুর রহমানসহ সাঙ্গপাঙ্গরা হামলা চালায়। তারা আমাদেরসহ বাবাকে এলোপাতাড়ি মারতে থাকে। এতে বাবা গুরুতর আহত হয়। বাবাকে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষণা করেন। আমার বাবা হত্যার বিচার চাই।

নিহতের আত্মীয় সাদু মোল্লা জানান, আজ সকালে জমি নিয়ে দুই ভাইয়ের দ্বন্দ্ব হয়। আমরা স্বজনরা সালিশে দরবারে বসলে নিহতের ভাই স্বপনের শ্বশুরবাড়ির লোকজন হামলা চালিয়ে লিলুকে আহত করে। পরে তাকে হাসপাতালে পাঠালে তিনি মারা যান।