বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) আজ রংপুরের ম্যাচ না থাকায় রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে ব্যক্তিগত বাণিজ্যিক কাজে অংশ নেন টাইগার অধিনায়ক। সেখানেই শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ নিয়ে গণমাধ্যমে কথা বলেছেন সাকিব।
শ্রীলঙ্কা সিরিজে টেস্ট নিয়ে কোনো পরিকল্পনা করছেন কিনা- এমন প্রশ্নের উত্তরে সাকিব বলেন, ‘শ্রীলঙ্কা সিরিজ নিয়ে এখনো কোনো পরিকল্পনা করা হয়নি। আপাতত বিপিএল নিয়ে চিন্তা করছি। কীভাবে দলের হয়ে আরও অবদান রাখা যায় সেটাতেই ফোকাস করছি।’
শ্রীলঙ্কা সিরিজে টেস্ট ম্যাচ খেলবেন না সাকিব, এমন গুঞ্জন রয়েছে মিডিয়াতে। এ বিষয়ে জানতে চাইলে বিশ্বসেরা অলরাউন্ডার বলেন, ‘কার কাছ থেকে শুনছেন আমি টেস্ট খেলবো না। তাছাড়া আমি কি কখনো বলেছি আমি চাচ্ছি বা চাচ্ছি না।’
বাংলাদেশ অধিনায়ক আরও বলেন, ‘যার কাছ থেকে শুনেছেন এমন কথা, সেই বলতে পারবে। আমি যদি বলতাম আমি খেলতে চাই অথবা খেলতে চাই না সেটা আপনি আমাকে জিজ্ঞেস করতে পারতেন।’
উল্লেখ্য, ওয়ানডে বিশ্বকাপ থেকে চোখের সমস্যায় ভুগছেন সাকিব। বিপিএল শুরুর আগেই লন্ডন গিয়েছিলেন ডাক্তার দেখাতে। বিপিএল চলাকালীনও বাঁ হাতি অলরাউন্ডারকে চোখের সমস্যার সমস্যা সারাতে সিঙ্গাপুর পাঠায় বিসিবি। পুরো প্রতিযোগিতায় বাট হাতে ব্যর্থ হলেও সবশেষ ম্যাচে ২০ বলে ৩৪ রানের ইনিংস খেলেন সাকিব।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।