কুষ্টিয়ায় ছেলের মৃত্যুর সংবাদ সইতে না পেরে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বাবার মৃত্যুর ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) কুমারখালী উপজেলার চাপড়া ইউনিয়নের ছেঁউড়িয়া মন্ডলপাড়ায় এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কুমারখালী উপজেলার ছেঁউড়িয়া মন্ডলপাড়া এলাকার বাসিন্দা ইজিবাইক চালক ছেলে আবিদুল ইসলাম (৪১) এবং তার বাবা কাবিল হোসেন (৬৫)। আবিদুল দুই ছেলে ও এক মেয়ে সন্তানের জনক।

নিহতের পরিবার ও স্থানীয়রা জানান, আবিদুল ইসলাম মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে নিজ বাড়িতে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন। এ সময় তাকে পরিবারের সদস্যরা কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে ছেলের মৃত্যুর খবর শুনে দুই ঘণ্টার ব্যবধানে দুপুর দেড়টার দিকে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বাবা কাবিল হোসেন মারা যান।

বাবা-ছেলের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে। ছেলে ও বাবার এমন মৃত্যুতে সবাই যেন হতবাক।

চাপড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হক মঞ্জু বলেন, ছেলের মৃত্যুর শোক সইতে না পেরে বাবাও মারা গেছেন। একসঙ্গে পরিবারের দুই ব্যক্তির মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আমাদের সান্ত্বনা দেওয়ার ভাষা নেই।