কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কের উপর গরু-ছাগলের হাট বসায় প্রতিনিয়ত সৃষ্টি হচ্ছে যানজট। উপজেলার পশ্চিমবাজার থানা সড়ক, হাসনাবাদ, নাথেরপেটুয়া সড়ক, লক্ষনপুর বাজার, হাসনাবাদ বাজার থেকে পশ্চিমে নোয়াখালী-চাটখিল সড়কসহ উপজেলার বিভিন্ন সড়কের ওপর বসছে গরুর হাট। এতে পথচারী ও যান চলাচলে দুর্ভোগ পোহাচ্ছে এলাকার কয়েক হাজার মানুষ। অবৈধভাবে সড়কে চলমান এ গরু-ছাগলের বাজার নিয়ে কর্তৃপক্ষের কোনো হস্তক্ষেপ না থাকায় এটি এখন সাপ্তাহিক গরুর বাজারেও পরিণত হয়েছে।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, উপজেলার এসব হাটবাজারে শত শত ক্রেতা-বিক্রেতার ভিড়। গরু-ছাগলের বর্জ্যে সড়ক এলাকায় তৈরি হয়েছে এক নোংরা অবস্থার। হাটবারে ব্যস্ততম এ সড়কে ভিড় বাড়ে যানবাহনের। অপরদিকে সড়কের দু’পাশে সারিবদ্ধভাবে গরু-ছাগলসহ শতাধিক পাইকার দাঁড়িয়ে থাকায় তৈরি হয় এক দূষিত পরিবেশের।
স্থানীয় ব্যবসায়ীরা জানান, হাটবারে দোকান খোলা নিয়ে বিপাকে পড়েন তারা। হাট শেষে অপরিচ্ছন্ন, নোংরা বর্জ্যের গন্ধে অসুস্থ হয়ে পড়েন কেউ কেউ। ব্যবসায়ী ও স্থানীয়রা সড়কের জনদুর্ভোগ লাঘবে শিগগিরই প্রশাসনের দৃষ্টি কামনা করেন। তাদের প্রত্যাশা, অতি দ্রুত যাতে গরুর হাটটি অন্যত্র সরিয়ে নেওয়া হয়।
তবে এ বিষয়ে খোঁজখবর নিয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন মনোহরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা উজালা রাণী চাকমা। তিনি বলেন, আমাকে বাজারগুলোর তালিকা দেন। আমি এ বিষয়ে খোঁজখবর নেব।