রাজধানীর নিউ এলিফ্যান্ট রোডের ১০ তলা আবাসিক ভবনের ৭ তলায় আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট।

শনিবার (৯ মার্চ) বেলা ১১টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। এরপরই দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করেছে।

ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের কর্মকর্তা শফিক জানান, বেলা ১১টা ২৬ মিনিটের দিকে ১০ তলা আবাসিক ভবনের ৭ তলায় আগুন লাগে। এরপরই স্থানীয়রা আগুন নেভাতে কাজ শুরু করেন। এরমধ্যে ফায়ার সার্ভিস পৌঁছে কাজ শুরু করে। তবে, আগুনের ভয়াবহতা কম।

তিনি জানান, সম্ভবত ওয়েল্ডিং করার সময় আগুন লাগতে পারে।