অনলাইন ডেস্ক:
রাজধানীর টিঅ্যান্ডটি মাঠের পাশে বনানীর গোডাউন বস্তিতে গতকাল রোববার আগুন লাগে। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিসের সদস্যরা।
এই অগ্নিকাণ্ডে বস্তিতে থাকা মানুষজনের জিনিসপত্র পুড়ে ছাই হয়ে গেছে। এ সময় আগুনে মূল্যবান জিনিসপত্র পুড়ে যাওয়ায় অনেককেই বিলাপ করতে দেখা যায়। কিন্তু এ সময় দেখা যায় ছোট্ট একটা মেয়ে মাথায় একটি ব্যাগ নিয়ে হাসিমুখে হেঁটে যাচ্ছে। কষ্টের মাঝেও শিশুটির হাসিমুখে বলা কথাগুলো এরইমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
সব কিছু পুড়ে ছাই হওয়ার পরও হাসির কারণ জানতে চেয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে মেয়েটি বলে, ‘হাসমু না, আমার মা বাঁচছে এঁডাই বেশি আর কিচ্ছু লাগতো না। সবকিছু পুইড়্যা যাগ গা, আমার মা তো আছে!’
প্রসঙ্গত, গতকাল রোববার বিকেল ৪টার দিকে রাজধানীর বনানীর গোডাউন বস্তিতে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আগুনে দুইশর বেশি ঘর পুড়ে যায়। এ ছাড়া আগুন ছড়িয়ে পড়া ঠেকাতে একশর মতো ঘর ভেঙে ফেলা হয়।
ফায়ার সার্ভিসের উপপরিচালক (পরিকল্পনা) মো. আক্তারুজ্জামান জানান, বস্তিতে আগুনে ৪০-৫০টার মতো ঘর পুড়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
সূত্র: কালবেলা
আরও পড়ুন:
পেকুয়া উপজেলা আইনশৃঙ্খলা সভায় আ.লীগের দুই গ্রুপের বাকবিতণ্ডা
কসউবিয়ান’দের ভার্চুয়াল আলোচনা সভা মঙ্গলবার
ভাগিনাকে ফাঁসাতে ছেলেকে লুকিয়ে রেখে অপহরণ মামলা অতঃপর সিআইডি