অনলাইন ডেস্ক:
চাঁদপুর সদরের ঈদগাঁ ফেরিঘাট সংলগ্ন মায়ের দোয়া ব্রিক ফিল্ডের বিরুদ্ধে সাতক্ষীরার দুই শ্রমিককে জিম্মি করে আটকে রাখার অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার (২৮ মার্চ) রাত ১০ টায় আইন বহির্ভূত আটকে রাখার ঘটনা ঘটিয়ে আলোচনার জন্ম দিয়েছেন ব্রিক ফিল্ডটির কর্তৃপক্ষ।
তথ্যসূত্রে জানা যায়, ইট ভাটায় শ্রমিক দিয়ে কাজ করার জন্য সাতক্ষীরার এক ঠিকাদারের সাথে কাগজপত্রের মাধ্যমে চুক্তি করেন ইটভাটা কর্তৃপক্ষ। পরে তিনি কাগজপত্র অনুযায়ী কাজ না করে অর্থ কেলেঙ্কারি করে লাপাত্তা হন। আর এই জন্য ওই ঠিকাদারকে কাছে পেতে সাতক্ষীরার বাসিন্দা দুই অসহায় দিন মজুরকে জোরপূর্বক আইন বহিঃর্ভূতভাবে জিম্মি করে আটক রাখেন মায়ের দোয়া ব্রিক ফিল্ডের ম্যানেজার সালাম ও মালিক বাবু বালা।
যত জঙ্গি ধরেছি, তাদের কেউ মাদ্রাসার ছাত্র নন: স্বরাষ্ট্রমন্ত্রী
আরও জানা যায়, আটক দুই শ্রমিক হচ্ছেন সাতক্ষীরা সদরের চুপড়িয়া গ্রামের হাসান ও জয়নাল।
মুঠোফোনে তারা জানান, আমরা খেটে খাওয়া মানুষ। ব্রিক ফিল্ড কর্তৃপক্ষ অন্যের অপরাধ আমাদের ওপর চাপাতে অহেতুক আমাদের জিম্মি করে রাখছে। আমাদেরকে ওনাদের হাত থেকে বাঁচাতে পুলিশ সুপারসহ সকলের সহযোগিতা কামনা করছি।
অভিযোগ প্রসঙ্গে সত্যতা স্বীকার করে মায়ের দোয়া ব্রিক ফিল্ডের ম্যানেজার সালাম বলেন, যেই ঠিকাদার আমাদের টাকা নিয়ে লাপাত্তা তাদের বাড়ি সাতক্ষীরা। এমনকি ঠিকাদারের সঙ্গে এই শ্রমিকদের একজন পারিবারিক যোগসূত্র থাকতে পারে। তাই মালিক বাবু বালার নির্দেশনায় ওদেরকে আটক করে রেখেছি।
অন্যের অপরাধে এভাবে সাধারণ শ্রমিককে আটক করে রাখা যায় কিনা এমন প্রশ্নের উত্তর খুঁজতে মায়ের দোয়া ব্রিক ফিল্ডের মালিক বাবু বালাকে একাধিকবার কল করলেও তিনি ফোন কল রিসিভ করেননি।
বিষয়টি চাঁদপুর পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মিজানুর রহমান ও চাঁদপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ইয়াসির আরাফাতকে অবগত করা হয়।
এ বিষয়ে শ্রমিকদের উদ্ধারে আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন চাঁদপুর সদর মডেল থানার ওসি শেখ মো. মুহসীন আলম।
এ রিপোর্ট লেখা পর্যন্ত শ্রমিকদেরকে তালাবদ্ধ করে আটক রেখেছেন ইটভাটা কর্তৃপক্ষ।
আরও খবর পেতে সংযুক্ত থাকুন CoxsbazarNEWS.com এর সাথে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।