অনলাইন ডেস্ক:

রিশাল নগরীর চকবাজারের ঐতিহ্যবাহী এবায়দুল্লাহ জামে মসজিদে এসি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৮ মার্চ) দুপুর দেড়টার দিকে জোহরের নামাজের সময় এ ঘটনা ঘটে।

বিস্ফোরণের সঙ্গে সঙ্গে ইমামের কক্ষে আগুন ধরে যায়। তাৎক্ষণিক মুসল্লিরা আতঙ্কিত হয়ে পড়ে। এ সময় ফায়ার সার্ভিসকে ফোন দিলে কয়েক মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। কেউ হতাহত না হলেও ইমামের কক্ষে থাকা বিভিন্ন আসবাবপত্র ও ইসলামিক বই আগুনে পুড়ে ছাই হয়ে যায়। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, বরিশালের সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত) বেলাল উদ্দিন।

কুতুবদিয়ায় বন্ধকি জমি ফিরিয়ে দিলেও অলিখিত স্ট্যাম্পে চাষির বিরুদ্ধে মামলা

বরিশাল ফায়ার সার্ভিসের সিনিয়র স্টাফ অফিসার রবিউল আলামিন বলেন, আগুন লাগার কয়েক মিনিটের মধ্যে আমাদের তিনটি ইউনিট ঘটনাস্থলে ছুটে যায়। এরপর দ্রুত আগুন নিয়ন্ত্রণ করে ফেলায় আগুন ছড়িয়ে পড়তে পারেনি। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

বরিশাল ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক বেলাল উদ্দিন জানান, বৈদ্যুতিক গোলযোগ কারণে এসিতে আগুন লাগতে পারে। এতে দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

আরও পড়ুন:

ইট ভাটায় ২ শ্রমিককে আটকে রাখার অভিযোগ

যত জঙ্গি ধরেছি, তাদের কেউ মাদ্রাসার ছাত্র নন: স্বরাষ্ট্রমন্ত্রী

আরো খবর পেতে যুক্ত থাকুন CoxsbazarNEWS.com এর সাথে।