অনলাইন ডেস্ক:

দমকা বাতাস ও বজ্রপাতের সঙ্গে রাতভর হয় বৃষ্টি। তবে ভোরে বাড়ে বাতাসের তীব্রতা। এক দফা বয়ে যায় কালবৈশাখি ঝড়। সেই ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের ডিজিটাল স্কোরবোর্ড।

রোববার (৩১ মার্চ) সকাল সাড়ে ৬টার দিকে সারাদেশের বিভিন্ন স্থানে হয় ঝড়-বৃষ্টি। অনেক জায়গা হয় বজ্রঝড়ও। এ সময় রাজধানীতে বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় প্রায় ৮৩ কিলোমিটার। আর গড় বৃষ্টিপাত রেকর্ড করা হয় ৫ মিলিমিটার।

ঝড়ের পর দুপুরে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে সফরকারী অস্ট্রেলিয়ার মুখোমুখি হয় বাংলাদেশ নারী ক্রিকেট দল। তার আগে নজরে আসে ভাঙা স্কোরবোর্ডটি। এদিকে ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশের পর হার দিয়ে টি-টোয়েন্টি সিরিজ শুরু করেছে নিগার সুলতানা জ্যোতির দল।

২১দিন পর অপহৃত শিশু উদ্ধার

অজি নারী দলের বিপক্ষে প্রথমবারের মতো শতরানের কোটা পার করে বাংলাদেশ দল। তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির ব্যাটিংয়ে ১২৬ রান করে স্বাগতিকরা। যদিও খুব একটা কাজে আসেনি এই স্কোর। ম্যাচটি হেরে বাংলাদেশে দল হেরেছে ১০ উইকেটের বিশাল ব্যবধানে।

আরও খবর পেতে যুক্ত থাকুন CoxsbazarNEWS.com এর সাথে।