কালবৈশাখী ঝড়ের সাথে শিলাবৃশিলাবৃষ্টি ব্যাপক তাণ্ডব চালিয়েছে সিলেট নগরী ও আশেপাশের শহরে। এতে গাছপালা, বাড়ি ও গাড়ির কাচ এবং মানুষ ক্ষতিগ্রস্ত হয়।
রবিবার (৩১ মার্চ) রাতরাত সাড়ে দশটার দিকে শুরু হয়ে প্রায় ১৫ মিনিট ধরে কালবৈশাখীর ঝড় ও শিলাবৃষ্টি স্থায়ী হয়।
এ সময় বড় বড় শিলাখণ্ড দেখে আঁতকে ওঠেন অনেকেই। ঝড়ের সাথে বড় বড় শিলাখণ্ডে বাসতবাড়ির ও গাড়ির কাচ ভেঙে গেছে। ঝড়ের বেগে শিকড় উপড়ে বাড়ির এসে পড়েছে গাছ। শিলাখণ্ডের আঘাতে কয়েকজনের মাথায় রক্তপাত হয়েছে বলেও জানা যায়।

এ বিষয়ে সিলেট আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ শাহ মো. সজীব হোসাইন বলেন, বছরের এই সময়ে ঝড়ের সঙ্গে বৃষ্টিকে কালবৈশাখি বলা হয়ে থাকে। কালবৈশাখিতে সাধারণত শিলাবৃষ্টি হয়।
আরও খবর পেতে সংযুক্ত থাকুন CoxsbazarNEWS.com এর সাথে।