রাজধানীর ডেমরায় একটি গ্যারেজে আগুন লেগে ১৪টি বিলাশবহুল বাস পুড়ে গেছে। প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষ জানায়, রাত ৮টা ৫০ মিনিটে ডেমরার কোনাপাড়া এলাকার ধার্মিকপাড়ায় একটি বাসের গ্যারেজে অগ্নিকাণ্ড হয়। এ সময় গ্যারেজটিতে লন্ডন এক্সপ্রেসের ঢাকা– সিলেট ও ঢাকা–কক্সবাজার রুটে চলাচল করা ১৪টি স্লিপার বাস পুড়ে যায়।

অবশেষে ফিরেছে টেকনাফের অপহৃত সেই স্কুল শিক্ষকসহ দুইজন

খবর পেয়ে ডেমরা ও সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের ৫টি ইউনিট অগ্নিনির্বাপণের কাজ শুরু করে। পরে রাত ৯টা ৪৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

তবে আগুনের কারণ তাৎক্ষণিকভাবে এখনও জানা যায়নি।

আরও খবর পেতে যুক্ত থাকুন CoxsbazarNEWS.com এর সাথে।