ছাত্র রাজনীতি নিয়ে আদালতের রায়ে হতাশ

বুয়েট শিক্ষার্থীরা শক্তি সঞ্চয়ে শিক্ষকদের পাশে চান

প্রকাশ: এপ্রিল ২, ২০২৪ ৬:০০ am , আপডেট: এপ্রিল ২, ২০২৪ ৩:১২ am

পড়া যাবে: [rt_reading_time] মিনিটে


শিক্ষার্থীরা শক্তি সঞ্চয়ে শিক্ষকদের পাশে চান
শিক্ষার্থীরা শক্তি সঞ্চয়ে শিক্ষকদের পাশে চান

জালাল আহমদ,ঢাকা বিশ্ববিদ্যালয়:

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ছাত্ররাজনীতির উপর নিষেধাজ্ঞার বিজ্ঞপ্তির কার্যকারিতা হাইকোর্ট স্থগিত করায় হতাশ বুয়েটের সাধারণ শিক্ষার্থীরা।তারা ক্যাম্পাসকে ছাত্র রাজনীতি মুক্ত রাখতে শিক্ষকদের পাশে চেয়েছেন।

সোমবার (১ এপ্রিল) বিকেল ছয়টায় বুয়েট ক্যাম্পাসের রশীদ ভবনের সামনে শিক্ষার্থীদের এক সংবাদ সম্মেলন থেকে তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেন।

বুয়েটে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করার পেছনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৌন সম্মতি এবং সাবেক শিক্ষার্থীদের সমর্থন ছিল বলে জানান তারা। সবার সমর্থনে ২০১৯ সালের অক্টোবরে প্রশাসন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) সব রাজনৈতিক সংগঠন ও এর কার্যক্রম নিষিদ্ধ ঘোষণার ‘জরুরি বিজ্ঞপ্তির’ জারি করেন।

চট্টগ্রামের ফলমণ্ডির ডাস্টবিনে শিশুর বস্তাবন্দী লাশ

কিন্তু আজ আদালত বুয়েটে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করার বিজ্ঞপ্তিটি স্থগিত করায় শিক্ষার্থীদের সংকট মোকাবেলায় তাদের শিক্ষকদের সহায়তা কামনা করেছেন তারা।

আরও খবর পেতে ‍যুক্ত থাকুন CoxsbazarNEWS.com এর সাথে।